ত্বক কে প্রাকৃতিক ভাবে ফর্সা করতে কাঠ বাদামের (আমন্ড) ব্যবহার
মানব শরীরে আমন্ড বাদাম বা কাঠবাদাম এর গুরুত্ব অপরিসীম। আমন্ড বাদামের আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। বিশেষজ্ঞরা প্রতিদিন সকালবেলা অন্তত দুটি করে আমন্ড বাদাম খাওয়ার পরামর্শ দেন। আমন্ড বাদাম খাওয়ার পাশাপাশি সৌন্দর্য ও রুপচর্চা তেও এর ভূমিকা অনস্বীকার্য। যেহেতু আমন্ড বাদামে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণে তাই এটি ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও চকচকে। ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে এই ঘরোয়া উপায়ে আমন্ড বাদাম দিয়ে তৈরি ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
ফেসপ্যাকটি বানাতে লাগবে :
আমন্ড বাদাম : ৫ টি।
টক দই : ১ টেবিল চামচ
মধু : হাফ টেবিল চামচ।
কিভাবে বানাবেন :
আমন্ড বাদাম গুলো মিক্সার এ গুঁড়ো করে নেবেন। তারপর একটি পাত্রে আমন্ড গুঁড়ো, এক চামচ দই ও হাফ চামচ মধু দিয়ে একটি পেস্ট করে নেবেন। তারপর এই ফেসপ্যাকটি ফেসওয়াস দিয়ে ধোয়া পরিষ্কার মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করবেন। তারপর হাতে একটু গোলাপ জল নিয়ে মিনিট তিনেক হালকা হাতে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ মেসেজ করে ,সাধারণ জলে ধুয়ে ফেলবেন। এক্ষেত্রে আমন্ড বাদাম গুঁড়ো থাকায় এটি স্ক্রাবিং এর ও ভালো কাজ করবে।
দ্বিতীয় পদ্ধতিটি:
ফেস প্যাকটি ব্যবহার করার আগের দিন রাতে পাঁচটি আমন্ড বাদাম সারারাত একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, প্যাকটি বানানোর সময় আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে মিক্সার এ বাদাম গুলো দেবেন। তাতে এক চামচ দই ও মধু দিয়ে বাদাম বেটে নেবেন। একটা ক্রিম এর মত পেস্ট তৈরি হবে ।এটি মুখে ১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলবেন।
এই প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহার করলে আপনার ত্বকে জেল্লা আসবে ফিরে আর এই প্যাকটি আপনাকে প্রাকৃতিকভাবে ফর্সা হতেও সাহায্য করবে।
ছবি : নিজস্ব
1 মন্তব্যসমূহ
ECCB550462
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek