বাড়বে ত্বকের জেল্লা, ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক
দাগমুক্ত উজ্জ্বল লাবণ্যময় ত্বক পেতে ঘরোয়া উপকরনে বানানো এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। চটজলদি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই ফেসপ্যাকটি খুবই কার্যকরী ।সারাদিনের ব্যস্ততার কারণে ,পার্লারে যাওয়ার সময় না থাকলে রান্নাঘরে ব্যবহৃত মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এই ফেসপ্যাক তৈরি করে নিন। এটি আপনার ত্বকের তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেবে। সব ধরনের ত্বকের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
ফেসপ্যাকটি বানাতে লাগবে :
চালের গুঁড়ো : 2 টেবিল চামচ
টক দই : এক টেবিল চামচ
এক চিমটি হলুদ (কাসৌরি হলুদ)
কিভাবে বানাবেন:
একটি কাঁচের পাত্রে উপরে তিনটি উপকরণ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নেবেন।
ব্যবহার পদ্ধতি:
প্রথমে মুখটা যে কোন ফেসওয়াস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর এই ফেসপ্যাকটি লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করবেন। তারপর ঠান্ডা জল দিয়ে হালকা ক্লকওয়াইজ মাসাজ করে সাধারণ জলে ধুয়ে ফেলবেন। এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে আপনার মুখের দাগ ছোপ আস্তে আস্তে কমে যাবে। ত্বক থাকবে টানটান ,উজ্জ্বল, । আর সান ট্যান থাকলেও রিমুভ হয়ে যাবে।
ছবি : নিজস্ব
0 মন্তব্যসমূহ