ত্বক কে সতেজ রাখতে একগুচ্ছ ঘরোয়া স্ক্রাব
ত্বককে সজীব ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে স্ক্রাবিং প্রক্রিয়াটি অবশ্য প্রয়োজন । তবে সাধারণত সপ্তাহে একবার স্ক্রাবিং করাই যথেষ্ট। স্ক্রাবিংয়ের মাধ্যমে ত্বকের মৃতকোষ দূর হয়, তাই ত্বক কোমল ও উজ্জল হয়ে ওঠে। ঘরোয়া উপায়ে কয়েকটি উপাদানের মাধ্যমে বেশ কিছু স্ক্রাবিংয়ের প্যাক এখানে দেয়া হলো।
স্ক্রাবিং করার আগে অবশ্যই মুখ ভালো করে কোন মাইল্ড ফেসওয়াস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
নারকেল তেল ও চিনির মিশ্রণ :
এক চামচ নারকেল তেলের সাথে দুই চামচ চিনি মিশিয়ে এই প্যাকটি মুখে হালকা হাতে ম্যাসাজ করুন ,তিন থেকে চার মিনিট আলতো করে মেসেজ করবেন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলবেন। শুষ্ক ত্বকের জন্য এটি খুবই উপকারী।
কফি গুঁড়ো ও অলিভ অয়েল :
এক চামচ অলিভ অয়েল এর সাথে এক চামচ কফি গুঁড়ো মিশিয়ে গোল গোল করে আঙুলের ডগা দিয়ে হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
বেসন টক দই ও হলুদের মিশ্রণ:
মিশ্রণটি মুখে দিয়ে স্ক্রাবিং করুন ৩ মিনিট পর ধুয়ে ফেলুন এটি ব্যবহারে ত্বকের সানট্যান দূর হবে ও ত্বক হয়ে উঠবে তরতাজা।
দুধ ও চালের গুঁড়ো:
এক চামচ চালের গুঁড়োর সাথে দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে এটি মুখে ভালোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ।এই প্যাকটি ব্যবহারে ত্বক ভিতর থেকে নিজের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবে।
টমেটো ও চিনি :
অর্ধেক টমেটোর গায়ে চিনি মিশিয়ে মুখে ও গলায় গোল গোল করে মেসেজ করে ধুয়ে ফেলুন ।এটি চটজলদি ত্বককে সজীব করতে সাহায্য করবে।
মসুর ডাল ও দুধ :
মসুর ডাল গুড়ো করে নিন তারপর এটি দুধের সাথে মিশিয়ে একটি পেস্ট করে হালকা করে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। মৃতকোষ দূর হয়ে ত্বক হয়ে উঠবে ঝকঝকে।
লেবু মধু ও চিনি:
হাফ লেবুর গায়ে কিছুটা চিনি, একটু মধু মিশিয়ে মুখে-গলায় তিন মিনিট মেসেজ করে ধুয়ে ফেলতে হবে এতে ত্বকের দাগ ছোপ কমে যাবে, মধু থাকায় ত্বক নরম ও কোমল হবে।
স্ক্রাবিং করার পর জল দিয়ে মুখ ধুয়ে অবশ্যই ভালোভাবে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যাদের ত্বকে ব্রণ ও রাশের সমস্যা আছে তাদের স্ক্রাবিং না করাই উচিত।
ছবি : নিজস্ব
1 মন্তব্যসমূহ
62EFE216F4
উত্তরমুছুনTakipçi Satın Al
Footer Link Satın Al
Coin Kazanma
Zula Hediye Kodu
Dude Theft Wars Para Kodu