ত্বকের যত্ন নিন নিশ্চিন্তে, ঘরেই তৈরি করুন ফেসওয়াশ
উজ্বল ও লাবণ্যময় ত্বক পেতে চাইলে ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন এই প্রাকৃতিক ফেসওয়াস টি খুব সহজেই। দিনে তিনবার ব্যবহারে মাত্র এক সপ্তাহের মধ্যেই ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে।
শুষ্ক ত্বকের জন্য ফেসওয়াশ টি বানাতে লাগবে :
বেসন-- 1 টেবিল চামচ
কাঁচা দুধ-- 2 টেবিল চামচ
মধু -- হাফ টেবিল চামচ
ফেসওয়াস টি তৈরি করার পদ্ধতি :
এবার একটি পরিস্কার কাচের ছোট পাত্রে উপরের তিনটি উপকরণ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নেবেন।
ব্যবহারের পদ্ধতি :
তারপর প্রতিদিন মুখ ধোয়ার সময় এই প্যাকটি মেখে ফেসওয়াস এর মত মেসেজ করে এক মিনিট রেখে ধুয়ে ফেলবেন। প্রতিদিন ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে লাবণ্যময় ও কোমল।
তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ টি বানাতে লাগবে:
বেসন-- 1 টেবিল চামচ
গোলাপজল ---2 টেবিল চামচ
মধু -- হাফ টেবিল চামচ
লেবুর রস--২ ফোটা।
ফেসওয়াস টি তৈরি করার পদ্ধতি:
একটি কাচের ছোট পাত্রে উপকরণগুলি পরিমাণ অনুযায়ী মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নেবেন।
ব্যবহারের পদ্ধতি:
প্রতিদিন সাধারণ জল দিয়ে মুখ ধোয়ার পর এই প্যাকটি মেখে ফেসওয়াস এর মত মেসেজ করে এক মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এই ফেসওয়াশ টি ব্যবহারের ফলে আপনার ত্বকে থাকা অবাঞ্চিত তেল নোংরা গভীর থেকে পরিষ্কার হয়ে যাবে। আপনার ত্বক হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্য ময়।
ছবি : নিজস্ব
0 মন্তব্যসমূহ