শ্রাবণ মাসে মা মনসার ("শাক রাখা") পুজো


শ্রাবণ মাসে মা মনসার ("শাক রাখা") পুজো


শ্রাবণ মাসে মা মনসা কে স্মরণ করে বাংলা গৃহস্থ ঘরে "শাক রাখা" পুজো টি বহুল প্রচলিত।

sak rakha pujo


 নিয়ম অনুসারে ,শ্রাবণ মাসের শুক্লপক্ষে মা মনসার হাঁড়ি ধুয়ে রাখা হয়। তারপরের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয়।


 পরেরদিন নয় রকম কিংবা এগারো রকম অর্থাৎ বিজোড় সংখ্যার শাক জোগাড় করতে হয়। বিভিন্ন ধরনের শাক যেমন-- কুমড়ো শাক, পুঁই শাক ,কলমি শাক ,বর্মা শাক, পাট শাক, শুসুনি শাক, সজনে শাক, । এই সমস্ত নানাবিধ শাক মিলিয়ে নয় রকম কিংবা এগারো রকম হয়।

sak tule ana hoyeche


তারপর কচুর পাতার মধ্যে সেই শাক রেখে ,তাতে আতপ চাল দিয়ে খরের  বিচুলি দিয়ে বেঁধে তার উপর সিঁদুর, ফুল দিয়ে, ধুপ সহযোগে মনসা ঠাকুরকে পুজো করতে হয়।

 তারপর সেই শাক রান্না করে ভেজে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। এই ভাবেই বাঙালিরা শ্রাবণ মাসে মা মনসা কে পূজা করেন" শাক রাখা" অনুষ্ঠানে র মধ্য দিয়ে।

notun hari te ranna


ছবি : নিজস্ব

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ