বোধন বেলায় প্রেমের আগমন
এই প্রুস্ফুটিত কাশ ফুলের মাসে-
মেঘের ভেলায়, শিউলি গন্ধে,
সর্বাঙ্গ সঁপে দিয়ে
দিন গুনেছে বধূ আগত শারদীয়ার।
দুগ্গা মা এলো বলে,
বাতায়ন অনুরাগের সুবাসে পরিপূর্ণ।
প্রবাসী প্রিয়তমের দীর্ঘ অপেক্ষা অবসানপ্রায়।
নিশি জাগা ক্লান্ত দু-নয়নও আজ প্রস্তুত,
কালো কাজলের অবয়বে সেও সমৃদ্ধ।
অগোছালো, এলকেশী চুলও পরিপাটি।
সিঁদুরে রেঙেছে সিঁথি, পরনে লাল ডুরে শাড়ি।
অযত্নে পরে থাকা চুড়ি, কঙ্কন, বালাও
বন্ধ সিন্দুক থেকে বেরিয়েছে আজ
তারাও রিনিঝিনি নাচে মত্ত দুই হস্তে।
ললাট জুড়ে অঙ্কিত হয়েছে উজ্জ্বল,
সোহাগে মোড়া লাল টিকা।
দুরন্ত, চপল, চরণে স্হান পেয়েছে
প্রিয়তমের দেওয়া নুপুর যুগল।
রজনীগন্ধার সৌরভে কুঞ্জ মহিমান্বিত।
পঞ্চব্যঞ্জনেও নেই কোনো ত্রুটি।
প্রাণনাথের পথ পানে অস্থির
দুটি আঁখিতে আনন্দাশ্রুর আবেগ।
মাঠ পেরিয়ে দুরান্তে অস্পষ্ট শব্দের আহ্বান,
ওই তো! ওই শোনা যায়-
অপরাহ্নের শেষে কাঙ্খিত মেলগাড়ির হুইসেল।
উন্মত্ত, উন্মাদনায় বধূ ছুটিয়া চলেছে,
ঘর পেরিয়ে চৌকাঠ
চৌকাঠকে ডিঙিয়ে নুপুরের দোলায়
সর্বস্ব ঝংকিত করে, মাটিতে আঁচল লুটায়ে
নিলজ্জের তকমা তনুতে মেখে
প্রিয়তমের ঘরে ফেরার সন্ধিক্ষণে,
জ্বলন্ত হৃদয় দিয়ে তাকে বরণ করতে।
কিন্তু না! ওর যে সদর পেরোনো মানা।
উল্লাসে মুখরিত পশ্চিমী গগনের
কমলা আভায় প্রিয়র ঘরে ফেরা,
আর ঢলে পরা সূর্যের অন্তিম আলোয়
বধূর লাজে রাঙা উজ্জলিত নয়ন
দুয়ের মিলনে বেজে ওঠে ওই-
ঢাকের কাঠি, কাসর ঘন্টা।
শুরু হয় দুগ্গা মায়ের বোধন
ছবি : সংগৃহীত
1 মন্তব্যসমূহ
0F83E2A578
উত্তরমুছুনTakipçi Satın Al
M3u Listesi
MMORPG Oyunlar
Kazandırio Kodları
Brawl Stars Elmas Kodu