আপামর বাঙালির কাছে বিখ্যাত শিশু সাহিত্যিক হিসাবে বহুল প্রচলিত নাম হলো উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেন ১৮৬৩ সালে ১২ ই মে। (যদিও ১০ই মে /১২মে এই নিয়ে বিতর্ক আছে)। বাংলার ১২৭০ এ বৈশাখ এ। তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার বর্তমানে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতার নাম কালিনাথ রায়।তিনি আরবি,ফার্সী, সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন।তাঁর অপর নাম শ্যামসুন্দর মুন্সী।কালিনাথ এর তৃতীয় সন্তান ছিল উপেন্দ্রকিশোর।তার পিতৃদত্ত নাম ছিল কামদা রঞ্জন রায়।আনুমানিক তার ৫বছর বয়সে কালিনাথের নিঃসংন্তান আত্মীয় জমিদার হরিকিশোর রায় চৌধুরী তাকে দত্তক নেন।এবং তার নতুন নামকরণ করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী।
এরপর পন্ডিত হরিকিশোর রায়চৌধুরী র সহযোগিতায় তাঁর শিক্ষা পাঠ শুরু হয়।তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে ১৮৮০সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষাই সসম্মানে পাশ করেন।এরপর তিনি কোলকাতায় আসেন উচ্চ শিক্ষা র জন্য।প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ১৮৮৪ সালে বি.এ পাশ করেন।এই সময়ে তিনি ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসেন ও সদস্য হন।
চিত্রাঙ্কন এ তিনি ছিলেন পারদর্শী।তাছাড়া তিনি ছিলেন সংগীতানুরাগী ও।বাল্যকাল থেকেই তিনি বেহেলা,সেতার, পোখ রাজ ,বাঁশি প্রভৃতি বাদ্য যন্ত্র বাজাতে পারতেন।তিনি ছাত্রাবস্থায় থেকেই ছোট দের জন্য লেখা শুরু করেছিলেন।টুনটুনির বই,গুপী-গাইন-বাঘা -বাইন এই বইগুলি তার অমর সৃষ্টির স্বাক্ষর রাখে।প্রথম দিকে সখা,সাথী,মুকুল,পত্রিকা গুলিতে তাঁর লেখা প্রকাশ হত।তারপর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সাথে তাঁর যোগাযোগ হওয়ার সুবাদে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত 'বালক' নামে মাসিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।তাঁর প্রকাশিত গ্রন্থ গুলির মধ্যে ছেলেদের রামায়ণ(১৮৯৬),সেকালের কথা(১৯০৩),ছেলেদের মহাভারত(১৯০৮),মহাভারতের গল্প(১৯০৯),ছোট্ট রামায়ণ(১৯১১) প্রভৃতি উল্লেখযোগ্য।
তাঁর লেখা কবিতা,ছড়া, রূপকথা,উপকথা,নাটক,গান,প্রবন্ধ,বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রভৃতি বাংলা সাহিত্যের শোভা অলংকৃত করেছে।তবে শিশু সাহিত্যে ছিল তাঁর গভীর প্রেম।
সর্বোপরি তিনি ছিলেন চিত্রকর,প্রকাশক,সুরকার।তিনি ১৮৮৬ সালে বিখ্যাত সমাজসংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এর কন্যা বিধুমুখী কে বিবাহ করেন।১৯১৩ সালে প্রতিষ্ঠিত করেন বিখ্যাত "সন্দেশ" পত্রিকা।এই সন্দেশ পত্রিকায় বহু জ্ঞানী,স্বনামধন্য লেখক তাদের সাহিত্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
তার প্রথম বই 'ছেলেদের রামায়ণ'প্রকাশিত হলেও মুদ্রণ সমন্ধে অসান্তোষ্ট উপেন্দ্রকিশোর নিজেই ১৮৮৫সালে বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রাদি নিজ অর্থে কিনে আনেন।এবং 'ইউ রায় এন্ড সন্স'নামে ছাপা খানা প্রতিষ্ঠা করেন।এখানে তিনি নিজস্ব আঁকার স্টুডিও খোলেন।
তাঁর তিন ছেলে ও তিন মেয়ে।ছেলেরা সুকুমার,সুবিনয়,সুবিমল।মেয়েরা হলেন সুখলতা,পূর্ণলতা,শান্তিলতা ।প্রত্যেকেই শিশু সাহিত্যে তাদের অবদান রেখে গেছেন। ১৯১৫ সালের ২০ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরলোক গমন করেন।
ছবি : সংগৃহীত
তথ্য সূত্র : বাংলা পিডিয়া,
উইকিপিডিয়া
0 মন্তব্যসমূহ