![]() |
| Add caption |
ভালোবাসার মানচিত্র
একটা ভাতঘুমের নিশ্চুপ অপরাহ্নে,
ক্লান্ত দু-চোখ তন্দ্রাকে দিলো ছুটি।
সেটা তোমার ঘরে ফেরার অপেক্ষায় নয়।
গ্লোবে মানচিত্র দর্শনের ন্যায়,
আদুরে, আবদারে মাখা স্মৃতি রোমন্থনে।
আমার প্রেম মানচিত্রের কন্যা কুমারীকায়,
ছিল তোমার অসীম ভালোবাসার ছোঁয়া।
তোমার সংস্পর্শে হৃদয় তখন হিমালয় পর্বতমালা।
তখন গাঙ্গেয় সমভূমি তে বিচরিত হতো ,
আমাদের শীতলতম প্রেমের সমাহার।
এখন গ্লোব জুড়ে শুধুই থরমরুভূমির বালি।
ভালোবাসা, অভিমানে ভরপুর সেই মুখোশে,
এখন প্রাণসংশয়, অকাল মৃত্যুর সংকেত।
পরাণ ভ্রমরা লুকিয়ে রেখেছিলাম যে রক্তজালিকায়,
সেখানে এখন বেইমানের রক্ত স্রোতের জোয়ার।
অবাঞ্চিত কিছু শব্দদূষণ আর বর্বরতা,
মিথ্যে করেছে মানচিত্রের পরিণয়।
ধুলোয় ভর্তি গ্লোবে এখন,
অস্পষ্টতার ছাপ প্রখর।
সেকেলে মানচিত্র কতোদিন ই বা থাকবে অখণ্ড?
দেশ-ভাগের মতো খণ্ড হতে চলেছে ,
এই প্রণয় মানচিত্রও।
শুধু রক্ষার্থে নেই কোনো যোদ্ধা, কোনো যুদ্ধ।
নীরবে খণ্ডতার দাবি মেনে নিয়েছে ,
অত্যাচারিত, অসহায় এক প্রেম খণ্ড।
ছবি : সংগৃহীত

3 মন্তব্যসমূহ
Very good.
উত্তরমুছুন6ECA9E1AC9
উত্তরমুছুনTakipçi Satın Al
Aşk Acısı Ne Zaman Geçer
En Güvenilir Kiralık-Kasa Hangi Bankada
Aşk Acısı Nedir
Organik Takipçi
244C25163E
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek