স্মৃতির পলকে


বলতে তখন
থাকবি কি?
চিরকাল ছোটটি এমন?
হাঁটুর ওপর ফ্রক ছেড়ে
সালোয়ারে ঝোঁক বাড়াবি
নিত্যনতুন প্রশাধনে
নিজের কত রূপ বাড়াবি
লম্বা চুলে তেল না দিয়ে
হওয়ায় তখন খুব ওড়াবি
আমার চোখে চোখ পড়লে
ওড়নার আড়ালে মুখ লুকোবি।
হটাৎ কখন বড়ো হলাম
তোমায় আমার প্রেম জানালাম
জাল বুনলাম রং-বে-রং এর
মিষ্টি মধুর ভালোবাসায়
সময় এলো,লগ্ন এলো
দুজনের প্রেম ধন্য হলো
আলোয় আলোয় ভরিয়ে দিলো
সন্তান স্বাদ পূর্ণ হলো
অফিস, স্কুল, রান্নাবাটি
কখন যে ফুরাতো রাতি
সে সব এখন মনে পড়ে।
ছেলে এখন বাইরে থাকে
চিন্তা করি কেমন আছে?
ওনার এখন বয়স হয়েছে
সোশ্যাল মিডিয়ায় দিন কাটে
ঘরে বসে একলা কোণে
মায়ের মন
ছেলে ফেরার দিন গোনে।

ছবি : সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ