তবু আমি আছি


তোমায় ভুলতে কখনো,
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে হয় নি
কখনো নিকোটিনের ধোঁয়ায়,
নিজের সতেজ ফুসফুস টা কে,
কষ্ট দিয়ে নষ্ট করে দিই নি।
অ্যালকোহল? পাগল না কি?
ওসব পথে হাঁটি নি আমি।
ঘুমের ওষুধ বাড়িতেই ছিল
সত্তর উর্ধ ঠাকুর দার জন্য,
ওসবের কখনো দরকার পড়ে নি।
ব্লেড, ছুরি তে কারসাজি করে,
শিরা কেটে রক্তে ভাসাই নি।
সিলিং ফ্যান, দড়ি, চেয়ার?
ওসব কখনো মাথায় আনি নি।
ভয় পেয়েছিলে ফাঁসিয়ে দেব?
সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়বো?
ওসব আমি পারি না গো।
শুধু লাইন ধরে হেঁটেছি সারা রাত
সঙ্গে বৃষ্টির ছাট, বজ্র বিদ্যুৎ।
যাতে একফোঁটাও অশ্রুবিন্দু
আকাশ,মাটি কেউ না দেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ