শিকার


' শিকার '

জানো,
নিস্তব্ধতা কথা বলে।
পাকা রাস্তার ওই ল্যাম্পপোস্ট টা,
গভীর রাতে জেগে ওঠে
কথা বলে।
জানো,
শরীরের পাঁজর গুলো
যখন তারার মতো ভেসে ওঠে,
ক্ষুধার জ্বালায় অস্তিত্ব
আমার, ব্যালকনিতে
গুমরে কাঁদে-
টুসু মেলার কাঁচের চুড়ি
যখন গহন রাতে,
অত্যাচার এ খসে পড়ে,
রক্তাক্ত কাচের টুকরো
মাটিতে যখন আছড়ে পড়ে,
রাত্রি শেষে-
যৌনতার স্বাদ মিটিয়ে,
শিকারি যখন ঘরে ফেরে,
ক্ষতের জ্বালায় মাথা খুঁড়ে,
শিকার তখন ঘুমিয়ে পড়ে।
শুধু-
নিস্তব্ধতা কথা বলে।।

লেখা :- তনুশ্রী দাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ