হোক মানব সভ্যতার জয়
জানি না সে--
কত টা সূক্ষ,
কত টা গভীর,
কতটা তার বিস্তার।
আমেরিকা, ইতালি, চীন, জাপান,
ভারত, ও বিশ্বজুড়ে তার অত্যাচার।
অত্যাচারিত নারী,পুরুষ,
অত্যাচারিত সেবক
পারি না ভেবে এই ধ্বংসলীলা,
মেটাবে কোন প্রেরক।
যন্ত্রনা আর যন্ত্রনা শুধু
দহন শরীরময়,
নিঃশাস আর প্রশ্বাসের
সেই, যে করছে ক্ষয়--
হে বিধাতা,
জগদীশ্বর
তুমি যে প্রাণেই রও,
তোমাকেই তাই স্মরণ করি,
তুমি ই করো তার পরাজয়।।
কত টা সূক্ষ,
কত টা গভীর,
কতটা তার বিস্তার।
আমেরিকা, ইতালি, চীন, জাপান,
ভারত, ও বিশ্বজুড়ে তার অত্যাচার।
অত্যাচারিত নারী,পুরুষ,
অত্যাচারিত সেবক
পারি না ভেবে এই ধ্বংসলীলা,
মেটাবে কোন প্রেরক।
যন্ত্রনা আর যন্ত্রনা শুধু
দহন শরীরময়,
নিঃশাস আর প্রশ্বাসের
সেই, যে করছে ক্ষয়--
হে বিধাতা,
জগদীশ্বর
তুমি যে প্রাণেই রও,
তোমাকেই তাই স্মরণ করি,
তুমি ই করো তার পরাজয়।।



0 মন্তব্যসমূহ