একটি বার যদি সুযোগ পাই-
প্রকাশ্যে নয় ,অন্তরাল খুঁজবো।
খুব সন্তর্পনে পা ফেলে,
উকি দেব তোমার প্রেমালয়ে।
কোনো অনর্থ নয়,
কোনো বিষ নিশ্বাস
ফেলার অভিপ্রায়ে নয়,
নিজেকে জ্বালাতে,
নিজেকে পোড়াতে,
তোমার সোহাগ রাতের
প্রতিটি ক্ষনের জ্বলন্ত
সাক্ষী আমি হবো।
সোহাগে সোহাগে যখন,
কাটবে বধূর প্রহর,
মিলন কাতর যখন অন্ধকার
ঘরকে আরো রোমাঞ্চ করবে,
তখন আমার ভালোবাসা
তোমার গভীর উন্মাদনায়,উত্তেজনায়
একটু একটু করে ঝরে পড়বে।
রাত কেটে ভোরের আলো
উন্মোচিত হবে।
তোমার শায়িত বক্ষে
থাকবে সিঁদুর মাথা-
তখন আমি নিথর হয়ে,
কাঁচ বেঁধা পায়ে ,
ভালোবাসা বিকিয়ে,
তোমার প্রাক্তন হবো।
ছবি : সংগৃহীত
4 মন্তব্যসমূহ
দারুন হয়েছে লিখেছ য়া।
উত্তরমুছুনধন্যবাদ। আমি আরো ভালোলেখার চেষ্টা করবো। দখার অনুরোদ রইলো।
মুছুন4D699F598B
উত্তরমুছুনtwitter düşmeyen takipçi
kennedy velvet swivel accent chair
54B1CBDF4C
উত্তরমুছুনsteroid fiyat
show
steroid fiyatları