নিঃসঙ্গ ও প্রতিবন্ধকতা

অবজ্ঞাই হোক, আর অন্তরালই হোক দুটোই উপহার পেয়েছি তোমার থেকে।কখনই এক পাহাড় ভালোবাসার দাবি করি নি।আমি কোনো মেঘবালিকা নয়,তাই আমায় নিয়ে কবিতা রচনার আশাও করি নি তোমার থেকে।শুধু দু-পশলা বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম তোমার সাথে।বর্ষণ মুখর আধারে তারাদের অনুপস্থিতিতে অনুরাগে ভেসে রাত কাটিয়ে দিতে চেয়েছিলাম।

কিন্তু চাঁদ ছাড়া, তারা হীন,কালো গুমোট আকাশ,জল থৈ থৈ বাগান বাড়ির নিঝুম পরিবেশে একাকী আমায় খুব অসহায় দিনযাপনে বাধ্য করেছে আমার প্রতিবন্ধকতা। শুধু শরীরের প্রতিবন্ধকতার নিমিত্তে অবহেলায় ফেলে চলে গেছো।অর্থ,সম্পত্তি,নিত্যনৈমিত্তিক আসবাবপত্র কোনো কিছুরই অবশ্য খামতি রেখে যাও নি।তবু অভাব তো ছুঁয়ে আছে মনজুড়ে।

কিন্তু কোনো এক সময় প্রতিবন্ধকতা তোমার ও ছিল।নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতিবন্ধকতা।আমায় চিরতরে হারিয়ে ফেলার আশঙ্কা, আর একটা চাকরি দুটোই তোমায় ব্যাকুল করে রেখেছিল।রক্ষণশীল পরিবারে জন্ম হওয়ায় বাবা ,মায়ের প্রচুর্য্যের অভাব ছিল না।সুতরাং মায়ের গয়না চুরি করে তোমার হাতে তুলে দিতে সেদিন কুন্ঠাবোধ করি নি।মনে প্রবল জোর ছিল তখন।কোনো এক অজানা শক্তি অন্তরে বাসা বেঁধেছিল।জানতাম তুমি যোগ্য।তোমার পাওয়ার অধিকার আছে।তুমি আমার যোগ্য।একটা ভালো চাকরির অধিকারের যোগ্য।

তারপর দুঃসময় থেমে থাকে নি।এক সমুদ্র উত্তাল করা হতাশার ঢেউ গুলো আছড়ে আছড়ে মিলিয়ে গেছে সময়ের সাথে।চাকরি পাওয়ার প্রত্যাশা সরিয়ে গয়না বিক্রয়ের অর্থে ব্যবসা শুরু করলে।

বীজ বপন করলাম নতুন স্বপ্নের।স্বপ্নগুলোকে খুব যত্নে বড়ো করতে লাগলাম।দিনভর সেই স্বপ্নের পরিচর্যায় মগ্ন থাকতাম।ওদিকে তোমার ব্যবসার সাময়িক উন্নতির সাথে সাথে আমায় নিয়ে ঘর বাধলে তুমি।স্বপ্ন আমার প্রত্যাশিত ফল পেলো।বেকারত্বের প্রতিবন্ধিকতা থেকে মুক্তি দিয়ে তোমায় সংসার জীবন ও প্রতিষ্ঠিত জীবনে আমিই উন্নীত করেছিলাম।কালের নিয়মেই ব্যবসা বেড়েছে,অর্থ হয়েছে,ব্যবসার বিস্তার লাভ করেছে,বেড়েছে তোমার ব্যস্ততাও।

যে সুন্দর পরিকল্পিত সুন্দর সংসার পেতে চেয়েছিলাম তা আমার পূর্ণ হয় নি।হঠাৎই দুর্ঘটনাবশত আমার ডান পা অবশ হয়ে যাওয়ায় আবার সেই দুজনের মাঝে ফিরে এলো প্রতিবন্ধকতা।আমার এই করুন অবস্থায় আমি কোনো মনন সহযোগিতা,কিংবা ভালোবাসা,বা আমার প্রতি কোনো উতলতা তোমার মধ্যে খুঁজে পাই নি।ব্যস্ততা,আর অর্থ তোমায় এখন বয়ে নিয়ে গেছে লালসার সাগরে।

এখন গভীর রাতে অঝোর ধারায় বর্ষা মাঝে অবশ নিঃসঙ্গ শরীরে শুয়ে থাকি বিছানায় জানলার পাশে।মাঝে মাঝে বজ্র বিদ্যুতের আলোয় অন্ধকার রাস্তা আলোকিত হলেই মনে হয় এই বুঝি এলে অর্থের লালসা আর ব্যস্ততা কাটিয়ে আমায় সঙ্গ দিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ