সব কিছুই কি মুছে ফেলা যায়?
বাক্স ভর্তি ধুলো,জঞ্জাল
ভিতরে কাগজ গুলো কুচি কুচি করে ছেড়া
উই পোকায় কেটে কেটে
ছন্নছাড়া অবস্থা
এত নোংরা, এত মাকড়সার জাল
কি জানি কবেকার কিসব নথিপত্র
চিঠি,নাকি অন্য কিছু
দৃপ্ত,আসার আগেই সব
মুছে, সাজিয়ে রাখতে হবে
নতুন ভাবে সেজে নিতে হবে আমায়
আবার বছর চারেক পর দেখা হবে
বিয়ের পর সেই যে গেল বিদেশে
আর এলো না
কলেজ, ইন্টারশিপ, রিসার্চ
পেরিয়ে গেলো চার বছর
সম্বন্ধ করে বিয়ে তো
বন্ধুই হলো না, প্রেম তো দূর
তার আগেই উড়ে গেল বিদেশে
তবে আমি ওকে ভালোবাসি
অনেক ভালোবাসি
ফটোর সামনে দাঁড়িয়ে থাকি
ভালোবাসি,কাছে আসি,
গভীর উষ্ণতায় ভাসি
আজ নতুন ভাবে মেলার দিন
যত জঞ্জাল,নোংরা সব ফেলে
কুচি কুচি কাগজ গুলো জড়ো করি
কাগজ ভর্তি স্বীকারোক্তি ভালোবাসি ভালোবাসি
অনিন্দিতা আমি তোমাকেই ভালোবাসি
বিয়ে তো হয় কাগজে কলমে
অনিন্দিতা,তা আমি মানি নি
আমি শুধু তোমাকেই ভালোবাসি
দুঃখ নয়,কষ্ট নয়,দিন গোনো অনিন্দিতা
মাত্র তো চার টে বছর
মুছে দেব সেই মিথ্যে সিঁথির সিঁদুর
পর করে দেব আমার বিয়ে খেলা কোনে কে
বুকে আগলে রাখবো আবার শুধু তোমায় অনিন্দিতা
মাত্র তো চার টে বছর
এখন কত কি মুছবো বলতে পারো ,দৃপ্ত?
ধুলোয় ভরা তোমার প্রণয় বাক্স, চার বছরের অপেক্ষা,
চোখের জল
নাকি সিঁথির সিঁদুর??
বলো না
সব কিছুই কি মুছে ফেলা যায়??
0 মন্তব্যসমূহ