বিষন্নতায় শুভ নববর্ষ


বিষন্নতায় শুভ নববর্ষ

আজ মন নেই আর পান্তা ইলিশে
যতটুকু উচ্ছ্বাস ছিল সবই গেছে মিশে
লাল ,সাদায় এখন বিষন্নতার ছাপ
শয়নে,স্বপনে বিলীন ,আগমনের উত্তাপ
তবু চৈত্র শেষে করি বর্ষের আহ্বান
হে বৈশাখ,তুমি লহ প্রণাম
তোমার মাধুর্য্য,তোমার সৌন্দর্য্য
নিঃশেষ করেছে কোরোনার প্রাচুর্য
রুদ্ধ হয়েছে রমনা বটমূলের প্রভাতী আলো
বিদীর্ণ হৃদয়েই বর্ষ আগমনের প্রদীপ জ্বালো
পাই নাকো স্বাদ মিষ্টি মিঠাইয়ে
বর্ষ সূচনার আনন্দটুকু থাক নিজ নিজ গৃহে
গন্ধে,পুষ্পে সাজে নি আজ বৈশাখী মেলা
বর্ষ বরণে নেই কোনো আলিঙ্গনের খেলা
এখন বন্ধ কপাট মন্দির, মসজিদের
খোল দোয়ার অন্তরের
সেখানেই আছে স্বয়ং করুনাময়
তারই কৃপায় থাকবে না প্রাণভয়
আসবে সুদিন,থাকবে না কোনো কষ্ট
বিরাজ করবে আনন্দ আর হর্ষ
আশার আলোয় ,
প্রণাম শুভ নববর্ষ।

ছবি : সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ