সম্পূর্ণা


সম্পূর্ণা


আজ অনেকটা সময় পেরিয়ে গেছে। 
পেরিয়ে গেছে, অনেক গুলো বসন্ত;
পুরোনো পাতা ঝড়ে, বৃক্ষ ও হয়ে উঠেছে
সজীব, প্রাণবন্ত।
আজ অনেকগুলো বছর পর
আবার আমিও উঠে দাঁড়িয়েছি।
না!!! আমি হারিয়ে যাই নি
ঝড়ে যাই নি সম্পূর্ণ,
সম্পূর্ণতা পেয়েছি আবার এক ভালোবাসায়,
মাতৃত্বে।। 

লেখা :- তনুশ্রী দাস

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ