তুমি না থাকলেও তোমার ছায়া রয়ে গিয়েছে আমার প্রতিদিন এর জীবনে

 তুমি না থাকলেও তোমার ছায়া রয়ে গিয়েছে আমার প্রতিদিন এর জীবনে


(হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়)


5 . 11.2025. বুধবার।






আজকাল ভোরের আলো ফুটে ওঠার আগেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙানোর জন্য কোন যান্ত্রিক সময় নির্ধারণ কারী কোন ঘড়ির প্রয়োজন পরে না। এক পাহাড় প্রমান শূন্যতা নিয়ে দিনটার সূচনা হয়। একটা রঙিন জীবন যখন এক লহমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তখন এইরকম অনুভব হয় বৈকি। 


তুমি ছেড়ে গেছো আজ ২৩ দিন হয়ে গেল। দিন গুলো আমি খুব যত্নে গুনে রাখি। মুঠো ফোনে বার বার চোখ রাখি এই হয়তো কোন মেসেজ আসবে কিংবা একটা হয়তো ফোন। কিন্তু না... তা আর আসার নয়। তুমি এখন নতুন সংসার পেতেছ। নতুন ঘর। নতুন জীবনের উন্মাদনা। আমার চোখের জল গাল বেয়ে বুক ছুঁয়ে যায়। স্মৃতি গুলো কিলবিল করে। সুখের মুহূর্ত গুলো আমায় গিলে খেতে আসে। আমি সামলাতে চাই ভীষণ রকম নিজেকে। নিজের সাথে নিজের দ্বন্ধ চলে। বোঝাপড়া চলে খুব। একটা সময় কাঁদতে কাঁদতে জল শুকিয়ে যায়। নিজেকে সামলে নিই। আবার একটু বোকার মতো হাসি। 





ধীরে ধীরে বিছানা ছেড়ে আয়নার সামনে আসি। নিজের প্রতিবিম্ব দেখে নিজেকে শক্ত করি। না, আমি এত টাও নিচ মানসিকতার নয়, আমার শখের পুরুষ আমায় ছেড়ে চলে গেছে, অন্য নারীকে নিজের জীবনসঙ্গিনী করে নিয়েছে। সেই পুরুষ এখন আমার কাছে পর পুরুষ। তার প্রতি আমার কোন দাবি থাকতে পারে না। এমনকি আমি ভালোবাসার অধিকার নিয়েও তার দরজায় কড়া নাড়তে পারি না। ভালো তো শুধু আমি বসেছিলাম। আর সে? সে শুধু ভালোবাসার অভিনয় করে গেছে। 


পরিবারের দোহাই দিয়ে আজ সে অন্য নারীকে বিয়ে করে আমার ওপর সব দায় ঝেড়ে ফেলে দিয়েছে। কিন্তু নববিববাহিতা নারী... তার কি দোষ!! সে তো এইসব এর কিছু জানতো না। আমি সেই পরপুরুষ কে যতই ভালোবাসি না কেন আমি কিছুতেই ভাঙতে পারি না অন্য কোন মেয়ের জীবন। তার সাজানো স্বপ্ন কে কিছুতেই ধুলিস্মাৎ করে দিতে পারি না।


তুমি এখন অন্য কারো বর। অন্য কারো ঘর। তোমায় ভালোবাসার কথা আজ মুখে আনাও আমার পাপ। কিন্তু তুমি না থাকলেও তোমার ছায়া হয়তো আজীবন রয়ে যাবে আমার সাথে। জানো তো আমি খুব খুব চাইছি তোমায় ভুলে যেতে। সব স্মৃতি গুলো একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে। কিন্তু পারছি কই। পারছি না। আমি পারছি না সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করতে। আমি পারছি না।


তুমি কি করে পারলে বলতে পারো আমায়? তবে কি ... তবে কি এত দিনের বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব মিথ্যে ছিল? আমায় তুমি এইভাবে ঠকিয়ে কেন গেলে? কি অপরাধ করেছিলাম বলো? বেছে বেছে ঠকানোর জন্য আমার মত নিরীহ এই বোকা মেয়ে টাকেই তোমার পছন্দ হয়েছিল? 


যদি একসাথে নাই থাকবে তবে এত সপ্ন কেন দেখিয়েছিল? এত সুন্দর সুন্দর স্মৃতিতে কেন আমায় ভুলিয়ে রেখেছিলে? এত এত মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে? আজ পরিবার মানবে না বলে অন্যত্র বিয়ে করে নিলে। একবার ও ভাবলে না আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো?


আজ ও যে তোমায় খুব খুব ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। আমি সহ্য করতে পারছি না তোমার শরীরে অন্য নারীর স্পর্শ। অন্য কারো আলিঙ্গন। আমার সারা পৃথিবীটা তুমি অন্ধকার করে চলে গেছ। আমি একটা জীবন্ত লাশের মতো বেঁচে আছি। 


সব কিছু কি  ভোলা যায়? বলো না ঈশ্বর? সব কিছু কি ভোলা যায়? যায় না.. যায় না... আমি পারবো না কোন দিন, পারবো না আমার ভালোবাসা কে ভুলে যেতে। যদি পূর্ণতা ই দেবে না তবে সম্পর্ক কেন গড়ে দিয়েছিলে ভগবান? আমি তো শুনেছি ... আমি তো শুনেছি, ভগবান এর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু তোমার কেমন লীলা ভগবান? আমি যে আর সইতে পারছি না। আমায় সব কিছু ভুলিয়ে দাও। আমায় শান্ত করো। আমায় একটু তোমার পায়ে ঠাঁই দাও। আমি খুব ক্লান্ত, খুব বিষণ্ণ। জীবন যুদ্ধে হেরে যাওয়া একটা অভাগা নারী।


আমি দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী থেকো প্রিয়। নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়। যে নারীর সিঁথির সিঁদুর তোমার নামে রেঙে উঠেছে তাকে চিরজীবন সুখী রেখো। তোমার আমার মিলন না হয় এই জন্মের মতো ভগবানের কাছে তোলা রইলো। আমি অধীর অপেক্ষায় রয়ে যাব। মিল হবে প্রিয় । মিল ঠিক হবেই। এই জন্মে নাই বা হলো। পর জন্মে আমি ঠিকই তোমার প্রিয়া হয়ে আবার জন্ম নেব।


তুমি মিলিয়ে নিও প্রিয়। এ জন্মের সব অপূর্ণতা পর জন্মে পুষিয়ে নেব। 


আজকের ব্লগ টা এই পর্যন্তই। আবার আসব আগামী কাল। সকলে সুস্থ থাকবেন। ভালো থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ