আজ 12.11.2025 বুধবার।
জানেন তো আমাদের জীবনের প্রতিটি দিন সবাইকে সমান কাটে না। তবু আমি রোজ সকালে ঘুম থেকে ওঠার সময় ভগবানকে প্রার্থনা করে বলি আজকের দিনে টা যেন আমার খুব ভালো কাটে ঠাকুর দেখো। আমার দ্বারা যেন কোন খারাপ কাজ না হয়। কাউকে যেন কোন কটু কথা না বলি। সংসারের প্রতি সকল দায়িত্ব, কর্তব্য করার জন্য সাহস, শক্তি, ধৈর্য, ক্ষমতা দিও প্রভু। তবু আমার দিন টা কেন এত খারাপ যায় কি জানি!!
আজকের দিনে টাও খুব খারাপ। সারাদিন কাজ করেছি ঠিক কথা কিন্তু কোন উৎসাহ ছিল না। মনটা খুব অন্য মনস্ক ছিল। কোন কিছুতেই মন বসাতে পারছিলাম না। আসলে আমার জীবনের না পাওয়ার লিস্ট অনেক খানি। সারাজীবন শুধু ব্যার্থ আর ব্যর্থ। তবু নিজেকে রোজ একটু একটু করে মানিয়ে নিই। কিন্তু আজ আর পারছিলাম না।
আমার অপূর্ণতা গুলো আমায় সারাটা দিন গ্রাস করেছে আজ। কি পেলাম কি পেলাম না এইসব এর হিসেব বার বার আমার মস্তিষ্ক টাকে তালগোল পাকিয়ে দিচ্ছিল। আসলে আমি শুধু লিখতে ভালোবাসি। এর থেকে বড় বেশি আমি কি বা পাড়ি ??
আমি চেষ্টা করেছি অনেক কিছু করার, কিছু হওয়ার । কিন্তু ফলাফল শূন্য। শূন্য থেকে লড়াই করার মানসিকতা আমার আছে। কিন্তু লড়াই করেও আমি হেরে গেছি প্রতিটা পদক্ষেপে। যত বার ই নতুন উদ্যমে লড়তে চেয়েছি মুখ থুবড়ে পড়েছি। আমি না খুব ক্লান্ত আজ।
সকলের পাশে থেকে সকলের সবটা করে দিয়ে আজ আমি নিজে নিঃস্ব। আমার কোন গুন ই আমি আবিষ্কার করতে পারি নি। আমি ভগবানকে বলি বারবার লড়ে লড়ে আমি বিপযস্ত। আমার ভাগ্যে আর কত পরীক্ষা তুমি লিখেছো মা গো...
যদি এতই পাপী আমি আমার জন্ম টা না হলেও তো পারতো মা?? আমি যে পারছি না। শুধু অবহেলা আর লাঞ্ছনার শিকার জানো আমি। তবু আমি লিখি। লিখলে আমার মন ভালো হয়। এইটুকু রসদ আমার আছে বলেই হয়তো আমি বেঁচে আছি। তবে আজ কিছুই ভালো লাগছে না। আজ এত টুকুই। কাল আসব নতুন ব্লগ নিয়ে।


0 মন্তব্যসমূহ