প্রিয়,
ভুলতে যদি সবাই পারতো তাহলে এই পৃথিবীটা সকলের কাছেই রঙিন হয়ে থাকতো। কর্মের কঠিনতা যতই থাক, সব কিছু হাসি মুখে মেনে নিত। কিন্তু মানুষ ভালোবাসার মানুষ গুলোকে কখনো ভুলতে পারে না। তার জন্য সে যত কঠিন কাজই হোক না কেন হাসি মুখে নীরবে করতে পারে
। ভালোবাসাই পারে একটা মানুষ কে উন্নতির চরম শিখায় পৌঁছে দিতে। আর ভালোবাসার প্রতারণা পারে একটা মানুষ কে তার চরম অবনতির দিকে ঠেলে দিতে। কাউকে ভালোবাসতে না পারলে তাকে সরাসরি জানিয়ে দাও কিন্তু তার ফিলিংস টাকে নিয়ে কয়েকটা দিনের জন্য মজা করো না। তোমার মজা তার সারাজীবন এর সাজা হয়ে দাঁড়াবে।
যে প্রকৃত ভালোবাসে সেই জানে ভালোবাসার মানুষটি প্রত্যাখ্যান করে দূরে সরে গেলে কতটা কষ্ট হয়। তার সাথে কাটানো সময় গুলো ভোলা সম্ভব হয় না। সেইসব স্মৃতি গুলো মুছে ফেলা যায় না। দিনে দুপুরে রাতে অহেতুক তার কথা মনে পড়ে চোখে জল আসে। হাজার কাজে ডুবে থাকলেও চোখের জল চেপে রাখা যায় না। প্রতিটা মুহূর্তে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হয়। আর কাছের মানুষটা যদি চোখের সামনে অন্য কারোর হয়ে যায় তা সইতে পারা অত্যন্ত কষ্ট কর। তাছাড়া পারিপার্শ্বিক ব্যাঙ্গ, তামাশা তো আছেই।
তাই বলি ভালোবাসলে সারা জীবন নিজের প্রিয় মানুষটিকে আগলে রেখো। হাত ধরলে সারাজীবনের মতো শক্ত করে ধরো। কঠিন পরিস্থিতি গুলো র সম্মুখীন একদিন না একদিন হতেই হবে সেই খেয়াল মাথায় রেখে এগিয়ে চলো। কোনো রিলেশন গড়ে তোলার আগে নিজের ফ্যামিলিকে মানিয়ে নিতে পারবে কিনা ভেবে তবেই একটি রিলেশন গড়ে তুলবে। নচেতমাঝ পথে ফ্যামিলির কথা ভেবে ছাড়তে বাধ্য হলাম এই রকম কথা বলো না। মনে রেখো মানুষের চোখের জলের দাম একদিন না একফিন দিতেই হবে তোমায়। মা বাবাও যেমন তোমার যাকে ভালোবাসো তার জায়গাও তোমার অন্তরে থাকা উচিত।
শুধুমাত্র ভালোবাসি বলে একটা রিলেশন করে ফেললে এইদিকে সারাদিন প্রেম করেই বেড়ালে এইরকম করলেও চলবে না বস। বাবার থেকে টাকা নিয়ে টিউশন কাট মেরে সবসময় গার্ল ফ্রেন্ড কে নিয়ে বেরিয়ে পড়লে এইরকম করলেও তোমাদের ভবিষৎ অন্ধকার। ভালোবেসে থাকলে সম্পর্ক টাকে জোরদার করার জন্য জোরদার লেগে পড়ো কেরিয়ার এর পিছনে। ভালো কাজ করলে গার্ল ফ্রেন্ড এর তোমায় নিয়ে গর্ব হবে। বাড়িতে তোমার কথা বলতে পারবে। আর গার্ল ফ্রেন্ড এরও উচিত নিজের কেরিয়ার গড়ে তোলার। নিজেকে যোগ্য করে তোলার। এখন মেয়ে ছেলে দুজনেই স্বাবলম্বী হওয়া খুব জরুরী। তবেই তো উভয় পক্ষের বাড়ি থেকে ভালো ভাবে মেনে নেবে।
জানি সবাই এর ভাগ্যে সুখ থাকে না। তাই ভালোবাসাও একসময় ছেড়ে চলে যায়। যাকে ঘিরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখা, ভবিষ্যৎ পরিকল্পনা করা সেও একদিন হাত ছেড়ে দেয়। যাকে তুমি তোমার ভালোবাসা বলে ভাবতে সে একদিন অবহেলা করে তোমার হাত ছেড়ে দেয় নানা অজুহাত দেখিয়ে। নিয়তি এতটাই নির্মম হয়। ভাগ্য সবাই এর সাদ দেয় না। বুকে পাথর চেপে রেখেও সময়টা এগিয়েনিয়ে যাও। আরো আরো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো। ভুলেও সুইসাইড করার চিন্তা মাথাতে এন না। কারণ জীবন একটাই । খারাপ সময়, খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আর শক্ত করে গড়ে তল। যাতে আর কেউ তোমায় এইভাবে দুমড়িয়ে ভেঙে না যেতে পারে। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সে তোমায় ভবিষ্যতে দেখে আফসোস করে।
আমি অনেকদিন পরেই ব্লগ লিখছি। মাঝে মাঝে লিখতে সময় একদম পাই না। আজকের কথা গুলো জানি অনেকেরই ভালো লাগবে। আমি এখন যে ব্লগটা লিখছি এখন বাজে রাত একটা। ঘুম আসছিল না। তাই লিখতে বসে পড়লাম। পাশে বর, ছেলে ঘুমোচ্ছে। আসলে সন্ধে বেলায় খুব মাথা যন্ত্রনা হচ্ছিল তাই তখন ওষুধ খেয়ে শুয়েছিলাম। তাই এখন ঘুম পাচ্ছে না। ওষুধ খেয়ে এখন মাথা ব্যাথা সেরেছে । তাই লিখছি। রাতের খাবার এ শুধু মুড়ি খেয়েছি। শরীর টা ভালো ছিল না বলে। তবে আমাদের আজ রাতের মেনুতে ছিল দুধ পুলি, সরুচকালি। কারা কারা খেতে ভালোবাসেন বলুন? আমি তো খুব ভালোবাসি। কাল সকালে খাবো। আপনাদের ফটো তুলে দেব।
আজ এই টুকুই। আবার কাল দেখা হবে। ভালো থাকুন সকলে। শুভ রাত্রি।
( আমার আর বর এর হাত)
0 মন্তব্যসমূহ