শীত এর সেরা ক্রিম। এবার শুষ্ক, ড্রাই স্কিনেও আসবে গ্লো, উজ্বলতা বাড়বে দ্বিগুন। ( Dry skin special crem)

 

Joy ma tara


( জয় মা তারা)


সুপ্রভাত বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? দীর্ঘদিন পর আমি আবার ব্লগ লিখতে বসলাম আজ। এই মাঝের এতগুলো সময় আমি প্রায়ই যখন আমার এই ব্লগ সাইট টা  চেক করেছি দেখেছি অসংখ্য মানুষ আমার ব্লগ গুলো পড়েছেন। আমার লেখা গুলো পড়বার জন্য, আমার লেখা গুলো আপনাদের ভালো লাগার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 


নানারকম পরিস্থিতি র কারণে আমি লেখালেখি টা কন্টিনিউ করতে পারি নি। আজকে আবার লিখতে বসলাম। তাছাড়া আমার মোবাইল টাও খারাপ হয়ে ছিল। সেই কারণেও লেখার সমস্যা হত। নতুন মোবাইল নিলাম। 


আজকে আমি বিশেষ কোনো টপিক নিয়ে কথা বলছি না। এখন শীত কাল আমাদের এখানে। শীত পরে গেছে। এই শীত এর জন্য উপযুক্ত একটা হোম মেড ক্রিম কিভাবে তৈরি করতে পারবেন আপনারা সেই উপায় আজ বললাম। 


শীত এর জন্য রামবান একদম একটা ফাটাফাটি ক্রিম তৈরির সিক্রেট আপনাদের বলছি। এই ক্রিম টি ব্যবহার করলে স্কিন এ ড্রাই হবে না। স্কিনে বলি রেখা পড়বে না। স্কিন থাকবে একদম টানটান। ডার্ক স্পট , স্কিনের যাবতীয় সমস্যা র সমাধান হবে এই একটি ক্রিম ব্যবহার করলেই।

ক্রিমটি দিনের বেলা, রাতের বেলা দুটো টাইম এই ব্যবহার করা যাবে। তাহলে বুঝতে ই পারছেন, আলাদা আলাদা ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধু একটা ক্রিম এই বাজিমাত। স্কিন এ এর গ্লো আসবে দিন দিন ফিরে। চলুন তাহলে ক্রিম টি কিভাবে তৈরি করবেন বলে দিই। খুবই সোজা উপায়।


একটি ছোট বাটিতে 2 চামচ এলোভেরা জেল নেবেন। এতে 2 টি ভিটামিন ই ক্যাপসুল দেবেন আরদেবেন এক চামচ গোলাপ জল। সাথে এক চামচ নারকোল তেল / অলিভ অয়েল/ আলমন্ড অয়েল মেশাবেন। এবং সব শেষে এক চামচ গ্লিসারিন দেবেন। 


এবার সব উপকরণ ভালোভাবে মেশাবেন। দেখবেন একটি ক্রিম এর স্ট্রাকচার এসে যাবে। এটি আপনি ব্যবহার করতে পারেন। খুবই ভালো একটি ক্রিম। 


এটি ফ্রিজ এ 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখবেন। 


তাহলে আজকের মত টাটা। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। নতুন কিছু আলোচনা করবো বলে। 

শুভ রাত্রি বন্ধুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ