আজ ১০ ই মার্চ। বিখ্যাত কবি সাবিত্রী বাই এর মৃত্যু বার্ষিকী। তাঁকেই স্মরণ রেখে আজকের ব্লগ।
সাবিত্রী বাই ফুলে ১৮৩১-সালে জন্ম গ্রহন করেন। তাঁকেই ভারতের প্রথম মহিলা শিক্ষক হিসেবে গণ্য করা হয়। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও নারীবাদী র আইকন। তিনি বর্ণ ও মানুষের লিঙ্গের ভিত্তিতে মানুষের বৈষম্য ও অন্যায় আচরণের অবসান ঘটাতে সংগ্রাম করেন।
জন্মকাল :
সাবিত্রী বাই ফুলে জন্মগ্রহণ করেন,১৮৩১ সালের ৩ রা জানুয়ারি। মহারাষ্ট্র এর সাতারা জেলার নাইগাঁও গ্রামে। তিনি ছিলেন লক্ষ্মী ও শুধু প্যাটেল এর কনিষ্ঠা কন্যা। সাবিত্রী বাই এর খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় জ্যোতি রাও ফুলের সাথে। বিবাহের পূর্বে সাবিত্রী ফুলে ছিলেন নিরক্ষর। মাত্র নয় বছর বয়সে সাবিত্রী ফুলের বিবাহ হয়।
শিক্ষাজীবন : সাবিত্রীবাই বিবাহের পরে তাঁর স্বামী জ্যোতিরাও এর ইচ্ছায় শিক্ষাজীবনে প্রবেশ করেন। জ্যোতি রাও এর কাছে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর সখারাম যশবন্ত , কেশব শিবরাম ভাবালকারের কাছে শিক্ষা নেন। এরপর সাবিত্রী ফুলে দুটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি তে নিজেকে অন্তর্ভুক্ত করেন। তার মধ্যে একটি আহমেদ নগরের একজন আমেরিকান ধর্মপ্রচারক সিনথিয়া ফারার পরিচালিত একটি প্রতিষ্ঠান ।
দ্বিতীয় টি হলো পুনা একটি নর্মাল স্কুলে। এই দুটি প্রশিক্ষণ এর ভিত্তিতে সাবিত্রী বাই প্রথম ভারতীয় মহিলা শিক্ষক এবং প্রধান শিক্ষিকা হতে পারেন।
কর্মজীবন : শিক্ষাকতা শেষ করার পর তিনি পুনা তে মেয়ে দের পড়াতে শুরু করেন। জ্যোতিরাও এর বোন সগুনা রাও এর সাথে এই কার্য চালিয়ে যান। এরপর তারা ভিদে ওয়ারায় তাদের নিজস্ব স্কুল গঠন করে। তিনি সর্ব মোট ১৮ টি বিদ্যালয় স্হাপন করেন। এর পাশাপাশি সাবিত্রী ফুলে ও তাঁর স্বামী জ্যোতিরাও মিলে একটি কেয়ার সেন্টার গড়ে তোলেন। এখানে সমাজের ধর্ষিতা নারী ও তাদের সন্তাদের সাহায্য করা হত।
কবিতা :
সাবিত্রী ফুলে একাধিক কবিতা রচনা করেন। এইগুলি মূলত সামাজিক বৈষম্য এর বিরুদ্ধে লেখা।
তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো : কাব্য ফুলে (১৮৫৪)
এবং বভন কাশি সুবোধ রত্নকর (১৮৯২) সালে প্রকাশ পায়।
সম্মাননা : ভারতীয় ডাকবিভাগ ফুলের সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করেন, ১৯৯৮সালে।
১৯৮৩ সালে পুনে সিটি করপোরেশন সাবিত্রী বাই ফুলের সম্মানে একটি স্মারক স্হাপন করেন।
পুনে বিশ্ব বিদ্যালয় এর নাম পরিবর্তন করে রাখা হয় সাবিত্রী বাই ফুলে পুনে বিশ্ব বিদ্যালয় ২০১৫ সালে।
মৃত্যু : সাবিত্রীবাই ও তার পুত্র ১৮৯৭ সালে নালাসোপাতে বিউবনিক প্লেগে আক্রান্ত রোগীদের সেবার জন্য একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন।
এখানেই সেবারত অবস্থায় ১৮৯৭ সালে ১০ মার্চ মৃত্যু বরণ করেন।
2 মন্তব্যসমূহ
FF54A70D2E
উত্তরমুছুনtakipçi satın al
Para Kazandıran Oyunlar
Aşk Acısı Nasıl Geçer
En Güvenilir Banka
Aşk Acısı Ne Kadar Sürer
CB4B34130B
উত্তরমুছুনTakipçi Satın Al
M3u Listesi
Google Konum Ekleme
3D Car Parking Para Kodu
Rise Of Kingdoms Hediye Kodu