![]() |
আজ 3 মার্চ 2024। রবিবার। খুবই ব্যস্ততার একটা দিন। সারাদিন এর পর আপনাদের জন্য এই ব্লগ লিখতে বসেছি। মূলত এখন ছেলের পরীক্ষা চলছে। ওকে যেহেতু আমি ই পড়াই তাই সংসারের সব কাজ সেরে টাইম বিশেষ পাই নি। ওর আগামী কাল EVS পরীক্ষা। আমার ছেলে আর্য্য UKG তে পড়ে।
আজ ঘুম থেকে উঠেছি সকাল ৫:৩০ নাগাদ। উঠে, ফ্রেশ হয়ে সকালের কাজ কমপ্লিট করলাম। শশুর, শাশুড়ি মায়ের জন্য চা করলাম। আমি লিকার চা খাই। ওনারা দুধ চা। তারপর আমি জল খাবারের জন্য আলুর তরকারি করলাম। এইসব করতে করতে বেলা ৮:৩০ মতো হয়ে গেল। তারপর ঘর দোর মুছে আর্য্য কে ঘুম থেকে তুললাম। ছুটির দিন ও একটু বেলা অবধি ঘুমায়। আমি ডাকি না। অনন্য দিন তাড়াতাড়ি ওঠে। ওকে ব্রাশ করিয়ে ছাতু খাইয়ে পড়তে বসলাম। আমিও ওকে পড়ানোর সাথে সাথে এখন প্রতিদিন একটু সময় বের করে spoken english টা প্রাকটিস করি। তাই ভাবলাম তোমাদের ও শেয়ার করি তাই আগের দিন পার্ট 1 পোস্ট করেছি। আজ যেহেতু ছেলের পরীক্ষা র জন্য ব্যস্ত তাই আর spoken english টা পড়া হয় নি। আপনাদের ও শেয়ার করা হলো না। আমার ছেলের Thurs day আঁকা পরীক্ষা আছে। সকালের দিকে পড়া হয়ে যাওয়ার পর ও একটু নিজে নিজেই আঁকা করে। ও যে রং (crayons) টা এখন ব্যবহার করছে সত্যিই খুব ভালো। আমি সেড টার ছবি দিলাম। আপনারাও বাচ্ছাদের জন্য কিনতে পারেন। খুব ভালো। 25 shades আছে।
POLO
Oil Pastels
Smoother and softer
দাম : 110
দোকান থেকে কিনেছি ১০০ টাকা নিয়েছে।
Manufacturer ed By :
M/S.KRAYCOL STAIONERY PVT .LTD
আর ওকে পরীক্ষার জন্য যে পেন্সিল টা কিনে দিয়েছি সেটাও খুব ভালো। ডিপ লিখছে। বাচ্ছাদের লেখার জন্য খুবই ভালো। এটাও কিনে ব্যবহার করতে পারেন।
আজ আবার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর বিয়ে হলো। আপনারা নিশ্চই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কাঞ্চন এর আবার এটা তৃতীয় বিয়ে । যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা ভালো থাকুক এই কামনা করি।
আজ দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি। বিউলির ডাল, সিম ভর্তা। ভালোই লাগলো। রবিবার হলেও স্পেশাল কিছু হয় নি রান্না । তার ও একটা কারণ আছে। পরে বলবো। আজ অনেকটাই রাত এখন। বাড়ির সকলকে এবার খেতে দেব। আসবো আবার কাল। শুভ রাত্রি।
0 মন্তব্যসমূহ