দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি ইংরেজি বাক্য শিখে ফেলুন সহজেই ( Easy spoken english) part -1

Spoken english

 

আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি র ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

তবে আমরা অনেকেই মনে করি ইংরেজি বলা বা লেখাটা খুব কঠিন কাজ। কিন্তু মোটেও শক্ত কিছু ব্যাপার না। নিয়মিত অনুশীলন করলেই এই ভাষাটিকে সহজেই রপ্ত করা সম্ভব। আমরা যদি প্রতিদিন একটু একটু করে কয়েকটি করে বাক্য শিখি ও নিয়মিত প্রাকটিস করি তাহলে সহজেই আমরা এই ভাষাটিকে রপ্ত করতে সম্ভব হব। আমিও এইভাবেই প্রাকটিস করে সফল হয়েছি। চলুন আজকে কয়েকটি বাক্য আজ শিখে নিই। এই বাক্য গুলি আপনারা নোট করে পড়তে পারেন। আপনাদের খুব হেল্প হবে। 

দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য : 

১: কিছুই বলো না : Don't  say anything


2: এটা সময় মতো করে দিও : Do it in time.


3: আমার পেট ভরে গেছে : I'am full.


4: যথেষ্ট হয়েছে : That's enough.


5 : আমি বুঝতে পারলাম : I get it.


6: আস্তে যাও : Go slow.


7: কার কি এসে যায় : Who cares?


8: তুমি কি নিশ্চিত ? : Are you sure?


9: এটা দ্রুত করো : Do it fast.


10: আবার আসবেন ? : Do come again .


( এই ভাবে আপনারা প্রতিদিন কিছু কিছু বাক্য অনুশীলন করতো পারেন। যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়। এইভাবে আপনারা বাড়ি বসে সহজেই ইংরেজি বলা শিখতে পারবেন।)


11: আমিই কেন ? : Why me ?


12: কি জন্য ? : For what?


13: আর একবার : once more.


14 : কি বোকা ! : How stupid!


15: কোনভাবে : Some how.


16 : অন্যদের সাহায্য করো : Help others .


17: একটু অপেক্ষা করো : Wait a bate..


18: চিন্তা করো না : Do not worry.


19 : ভগবানকে ডাকো : Pray to God.


20: ইদানিং : Recently.


আজ এই পর্যন্ত ই বন্ধুরা। আগামী কাল আবার নতুন কিছু পোস্ট করবো। ততক্ষন এইটুকু অনুশীলন করুন। বিশ্বাস রাখুন দিনের পর দিন এই ভাবেই অনুশীলন করলেই আপনি ইংরেজি তে fluently কথা বলতে পারবেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ