বিবাহ শুধু দুটি মনের মেল বন্ধন ই নয়। দুই পরিবারের আত্মীয় তা । বিবাহের মাধ্যমে দুটি জীবন এক সুতোয় বাধা হয়। দুটি মনের ভালোবাসার পূর্ণতা পায় বিবাহের মধ্যে দিয়ে। আজ আমি বাঙালি বিয়ের রীতি নীতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো।
কথায় বলে লাখ কথা না হলে বিয়ে পাকা হয় না। তেমন ই একটি বিবাহের অনেক নিয়ম কানুন ও আছে। আমি হিন্দু বাঙালি বিয়ে সম্পর্কে আপনাদের জানাতে চলেছি।
বিয়ের যে সকল আচার, অনুষ্ঠান হয় তা হলো :
১: আশীর্বাদ
২: ২ :আইবুড়ো ভাত
৩: দধি মঙ্গল :
৪: গায়ে হলুদ
৫: শাখা পোলা :
৬বর বরণ
৭: শুভ দৃষ্টি
৮: মালা বদল
৯: সম্প্রদান
১০: সপ্তপদী
১১: সিঁদুর দান
১২: বিদায়
১৩: বধূ বরণ
১৪: বউ ভাত
১৫: ফুলশয্যা
প্রথমেই হয় আশীর্বাদ :
বাঙালি বিবাহের আচার অনুষ্ঠানে র প্রথম রীতিই হলো আশীর্বাদ পর্ব। এটি বিয়ের চূড়ান্ত তারিখ নির্ধারিত ঠিক হওয়ার পর অনুষ্ঠিত হয়। নতুন বর ও বউ কে দুই বাড়ি থেকে আশীর্বাদ করানো হয়। কখনো এই আশীর্বাদ এর তারিখ আলাদা ভাবে ধার্য করা হয়। আবার বিয়ের দিনও আশীর্বাদ করানো হয়।
আশীর্বাদ এর জন্য কি কি উপকরণ লাগে : আশীর্বাদের জন্য সাধারণত ধান, দুববা, ঘি, প্রদীপ, চন্দন, আসন লাগে।
২ :আইবুড়ো ভাত : এটি অনেকটা ব্যাচেলর পার্টিরমতো। আইবুড়ো ভাত এ নানা রকম সুস্বাদু খাবার খাওয়ানো হয়। বর ও বউ উভয়কেই তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা নিমন্ত্রণ করে খাওয়ান। এটি একটি বহুল প্রচলিত ঐতিহ্যপূর্ণ রীতি। এর মাধ্যমে ই বলা যেতে পারে বিবাহের সূচনা হয়।
৩: দধি মঙ্গল : এই রীতি টি সূর্যের প্রথম রশ্মির ফোঁটার আগেই অনুষ্ঠিত করতে হয়। খুব ভোরে পরিবারে র সদস্য ও আত্মীয় রা শঙ্খ ধোনি ও উলু ধননি দিতে দিতে শোভা যাত্রার মাধ্যমে গঙ্গাদেবীকে আমন্ত্রণ জানাতে নিকটবর্তী পুকুর কিংবা নদীতে যান। ফেরার সময় পুকুর থেকে কলস ভর্তি জল নিয়ে আসেন।
গঙ্গা নিমন্ত্রণ এর সময় যে সব উপকরণ লাগে :
বরণ ডালা ( অঙ্কন করা কুলা, এক ছড়া কলা, পান, সুপারি, গোটা হলুদ, পঞ্চ শস্য, পাঁচটা ছোট ঘট, শ্রী, ৫ টা করি, প্রদীপ, বাতাসা, ঢাকা দেওয়া প্রদীপ এর সরা।
৪: গায়ে হলুদ : গায়ে হলুদ এক বর্ণময় রীতি। প্রথমে বরকে হলুদ মাখানো হয়। তারপর ওই হলুদ বাটার সাথে শাড়ি ও অন্যান্য কিছু উপহার নিয়ে কনের বাড়ি যাওয়া হয়। তারপর কনেকে সেই হলুদ বাটা মাখিয়ে পুকুরে নিয়ে যাওয়া হয় স্নান করাতে।
গায়ে হলুদ এ কি কি লাগে :
হামলা দিস্তা, কাঁচা হলুদ, ৫ ইও, বেজোড় পান, মিষ্টি , শীল নড়া।
৫: শঙ্খ পোলা : এরপর কোনেকে শাখার তৈরি শাখা ও পোলা পরানো হয়।
৬বর বরণ
: বিয়ের দিন সকালের সমস্ত রীতি নীতি শেষ করে বর যায় কনের বাড়ি বিয়ে করতে। বর তার আত্মীয় স্বজন দের নিয়ে কনের বাড়ি বাড়ি আসেন তার রাজকন্যা কে বিবাহের মাধ্যমে নিজের করে পেতে। কনের মা বরকে মিষ্টি সহযোগে বরণ করে বিবাহ আসরে নিয়ে আসেন।
৭: শুভ দৃষ্টি : কাঠের টুলের তৈরি পিঁড়ি তে বসে সুন্দরী নব বধূ আসে চাদনা তলায়। চার জামাই, চার ভাই তাকে বহন করে নিয়ে আসে। বউ এর হাতে থাকে জোড়া পান পাতা, পাতায় মুখ ঢেকে থাকে। তারপর নববধু পানপাতা ধীরে ধীরে সরায়। শঙ্খ ধোনির ফুঁ তে দুই নয়ন মিলিত হয়।
৮: মালা বদল : এরপর হয় মালা বদল। বর যাতে সহজেই মালা পড়াতে না পারে তাই বউ কে পীড়ি সমেত ওপরে তোলা হয়। এগুলো মজা করার জন্য করা হয়ে থাকে। নাপিত মশাই মজার মজার ছড়া কাটে এই সময়।
মালা বদল
৯: সম্প্রদান : কন্যার বাড়ির বয়স্ক জন কন্যাকে সম্প্রদান করেন। পুরোহিত বৈদিক মন্ত্রচরণের মাধ্যমে বরের হাতে বউ কে সম্প্রদান করেন। অনেক জায়গায় একে কন্ন্যাদান ও বলা হয়।
১০: সপ্তপদী : সাতপাকে বাধা হয় বর বউ এর জীবন। কনের শাড়ি বরের উত্তরীয় এর সাথে বাধা হয়। তারপর তাদের সাতপাকে ঘোরানো হয়। এর মাধ্যমে একে অপরকে চিরকাল একসাথে থাকার শপথ দেওয়া হয়।
১১: সিঁদুর দান : এরপর হয় সিঁদুর দান। চালের পালি কিংবা আংটি দিয়ে কন্যার সিঁথি রাঙিয়ে দেয় বর। এই সময় নব বধূর মুখ বর দ্বারা দেওয়া শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়।
১১: বিদায় : তারপর আসে সবচেয়ে কষ্টের মুহূর্ত। মেয়েবেলার আদর ভালোবাসা, খেলনা স্মৃতি এখানে জমা রেখে কন্যা চলে অন্য সুখের ঠিকানায়। ঘর বাধে তার জীবনসঙ্গী র সাথে। আপন করে নেয় পরকে। ছেরে আসে আপন জনকে। খুব কষ্টের এই মুহূর্ত। দু মুঠো চাল দিয়ে বাবা মায়ের ঋণ শোধ করে যায়। হায় রে রীতি! কি নিষ্ঠুর পরিহাস এটা। তবু মানতে হয়। আলতা পায়ে কোনে চলে নতুন সংসারে।
১২: বধূ বরণ : শশুর বাড়িতে পা রাখার সাথে কন্যাকে বরণ করে নেওয়া হয়। আশীর্বাদ স্বরূপ নানা গয়না দেওয়া হয়। দুধে আলাতায় পা রেখে বধূ নতুন গৃহে প্রবেশ করে।
১৩: কাল রাত্রি : এই দিন বর ও বউ উভয়ের মুখ দেখতে নেই।
১৪: বৌভাত : ভাত, কাপড় দিয়ে বর সারাজীবন এর দায়িত্ব নেয়।
১৫: ফুল দিয়ে কনের ঘর সাজানো হয়। খাট টাও ফুলে সুসজ্জিত করা হয়। এখানেই তাদের দুই আত্মার মিলন ঘটে। এইভাবেই বিবাহ সম্পন্ন হয়।
আজকের ব্লগটা এই পর্যন্ত ই। কিছু ভুল ত্রুটি থাকলে জানাবেন। সকলে ভালো থাকবেন।
1 মন্তব্যসমূহ
859B91E0A5
উত্তরমুছুনmobil ödeme bozdurma
Başkasına Takipçi Gönderme
İG Takipçi
Instagram Takipçi Kasma
Youtube 1000 Abone Kasma Bedava