কিছু দরকারি কথা (16april/ ২রা বৈশাখ)/ daily bengali blog

 

Village seen

আজ রবি বার। 16april। বাংলা ২ বৈশাখ। এত গরম পড়েছে আমাদের এখানে তা আর বলার নয়। লু বইছে। ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই গরমে তাই আর আজ কোনো গল্প পোস্ট করতে পারলাম না। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সময় দুপুরের দিকে ই একটু লেখালিখি করি। কিন্তু এতই আজ ক্লান্ত লাগছিল, তাই দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য গল্প লেখা হয় নি। আর দুপুরে ছাড়া সারাদিনে আমি একটুও দময় ফ্রি পাই না। তাই আর কি.... বুঝতেই পারছেন আমি একজন সাধারণ গৃহবধূ। আমার ছেলের বয়স ৫প্লাস। তাকে এখনো খাইয়ে দিতে হয়।  দুবেলা পড়াতে বসতে হয়। তাছাড়া সারাদিনের কাজ - বাজ সামলে অন্য টাইম পাই না। কিন্তু ছোট থেকেই একটু লেখালিখির শখ আমার। ওই যে কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই দুপুরের দিকটা একটু যে সময় পাই বিছানায় পিঠ না পেতে যা মন চায় লিখি। কিন্তু আজ আর হলো না। ভোর পাঁচটা থেকে কাজ করে দুপুরে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করি নি। আগামী কাল আবার নতুন গল্প পোস্ট করবো। সাথে থাকুন। আর হ্যা এই গরমে বেশি করে জল খান। টক দই খান। ওয়ার এস এর জল খান। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। খোসা ছাড়িয়ে সিদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে চটকে মেখে তাতে নুন, চিনি জল দিয়ে শরবত করে খান। শসা, তরমুজ খান। গরমে টক জিনিস বেশি করে খাবেন। ডাবের জল খান।  দুপুরের পাতে রাখুন টক ডাল, পাতলা করে সবজির ঝোল। বাইরে দরকার ছাড়া বেরোবেন না। লিকুইড খান।

আজ একটু অন্য রকম ছবি শেয়ার করলাম।

এই যে রাস্তা থেকে ছবি টা দিলাম, এখান থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি।





আমাদের বাড়ি আসার আগে এই ব্রিজটি পার হতে হয়। এটি কাঠের ব্রিজ। ঘিয়া নদীর উপর এটি তৈরি।


Bridge




সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ