দোল বা রং খেলার পর খুবই কষ্টকর হয়ে ওঠে এই জেদি রং তুলতে। রং লেগে ত্বকের , চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই সময় আমরা জলদি রং তোলার জন্য সাবান ও জালির সাহায্যে ঘষে ঘষে রং তুলি। তাতে ত্বক আরো খসখসে হয়ে যায়।শুষ্ক হয়ে ওঠে। সাবান এ থাকা খার এর ফলে ও রং এ ব্যবহৃত কেমিক্যাল এর ফলে আরো বেশি ত্বক তার প্রাকৃতিক তেল টুকু হারিয়ে ফেলে।
সুতরাং রং খেলার পর শরীর থেকে রং তোলার জন্য আমাদের বিশেষ কিছু দিকে নজর রাখতে হবে।
কোনোভাবেই খারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না।
হারবাল সাবান কিংবা কেমিক্যাল ফ্রী সাবান বা বডি ওয়াশ দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে।
চুলে হারবাল শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। অবশ্যই আধ ভেজা চুল ভিটামিন ই যুক্ত সিরাম ব্যবহার করতে হবে।
মুখ মৃদু বা হারবাল ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।।
ত্বকের জন্য বানিয়ে ফেলুন প্যাক :
রং খেলার পর ত্বকের গভীরে আটকে থাকা রং গুলি তোলার জন্য ও ত্বককে ভিতর থেকে আদ্র করতে বানিয়ে ফেলুন একটি ঘরোয়াপ্যাক।
এই প্যাকটি আপনি সারা শরীরে ও মুখেও মাখতে পারবেন। এটি ব্যবহারের ফলে ত্বকের রোমছিদ্রের গভীরে থাকা রং ঘুরে উঠে যাবে। ত্বক আবার সতেজ হয়ে উঠবে।
বেসন , হলুদ, টক দই , মধুর প্যাক : একটি পাত্রে ৪ টেবিল চামচ বেসন, ৩ চামচ টক দই, ১ চামচ মধু ও হাফ চা চামচ হলুদ গুড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সারা শরীরে ও মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
সবশেষে ময়সারাইজার ক্রিম ও লোশন লাগাতে ভুলবেন না।
এই প্যাকটি সব ধরণের স্কিন এর জন্যই উপকারী।
চুলের জন্য হেয়ার প্যাক :
দোল খেলার আগে অবশ্যই চুলে তেল মেখে নেবেন। দোল খেলার আগে কিভাবে চুল ও ত্বকের যত্ন নেবেন সেই নিয়ে আমি অন্য ব্লগে লিখেছি । সেটাও খুব হেল্পফুল পোস্ট। পড়ে নিতে পারেন।
রং খেলার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে, ভালো মানের কন্ডিশনার লাগাতে হবে। ও আধ শুকনো চুলে সিরাম ব্যবহার করতে হবে।
চুলে রং লেগে চুল খুব ড্যামেজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে এর যত্ন না নিলে চুল এ রুক্ষতা, ডগা ফাটা নানারকম সমস্যা দেখাযায়।
তাই রং খেলার পর ৭ দিন অন্তর এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন।
চুলের দৈর্ঘ্য অনুযায়ী টক দই, ডিম নিন। তার সাথে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে এটি প্যাক তৈরি করে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলকে সুরক্ষিত রাখার পাশাপাশি চুলে প্রোটিনের চাহিদা বজায় রাখবে।
সকলকে শুভ দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা, ও ভালোবাসা জানালাম। বড় রা আমার প্রণাম নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রং খেলুন প্রাণ ভোরে।
~6.jpeg)
2 মন্তব্যসমূহ
DD0BD5AB89
উত্তরমুছুনhacker kirala
hacker kiralama
tütün dünyası
-
-
288A7F665B
উত্তরমুছুনTakipçi Satın Al
Footer Link Satın Al
Telegram Coin Botları
Osm Promosyon Kodu
Dude Theft Wars Para Kodu