ইদানিং চুল পড়ার সমস্যা, চুল পাতলা হয়ে যাওয়া, খুশকি হওয়া , চুলের বৃদ্ধি কম হওয়া এই সব সমস্যা তে প্রায় সকলেই ভুগছে। কিন্তু রান্না ঘরেই থাকা একটি মাত্র উপকরণ দিয়েই এত গুলো সমস্যার সমাধান করা সম্ভব। সেটি হলো পেঁয়াজ। পেঁয়াজ এর তেল বা onion oil বাজারে নানা ব্রান্ডের পাওয়া যাচ্ছে। এইগুলো থেকেও ভালো ফল পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলোর দাম অনেকটাই বেশি। মধ্যবিত্ত এর সাধ্যের বাইরে হয়ে যায় অনেক সময়। তাই একটু সময় বের করে পেঁয়াজ দিয়ে যদি বাড়িতেই এই তেল তৈরি করে নেওয়া যায় এটি ১০০% খাঁটি ও হবে। কাজ ও করবে ভালো। তাহলে চলুন আগে দেখে নিই পেঁয়াজ এর তেল আমাদের চুল এর কি কি উপকার করে।
পেঁয়াজ আমাদের চুলে কি কি উপকার করে :
১: পেঁয়াজ এর তেল মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
২: চুলের পিএইচ এর মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
৩: চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
৪: চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
৫: পেঁয়াজ এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকে ঘন করতে সাহায্য করে। চুলকে উজ্জ্বল ও মৈশারাইজড করতে সাহায্য করে।
৬: মাথার ত্বকের নানা রকম সংক্রমণ কমাতে সাহায্য করে। খুশকি দূর করে।
৭: পেঁয়াজে এর তেল সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করলে চুলে একটা সাইন এসে যাবে। রুক্ষ চুলে আদ্রতা ফিরে আসে। চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে পেঁয়াজের তেল।
আমাদের চুল কেন পরে/ ঝরে যায় :
১: বিভিন্ন রোগ যেমন থাইরয়েড, পেটের রোগ, লিভারের প্রবলেম থাকলে চুল পড়তে পারে।
২: হরমোনের তারতম্য থাকলে চুল পড়তে পারে।
৩: বয়সজনিত কারণেও চুল পড়তে পারে।
৪: নিয়মিত চুলে না তেল মালিশ করলে চুল পড়তে পারে।
৫: অতিরিক্ত ক্যামিক্যাল যুক্ত শ্যাম্পু, তেল ব্যবহার করলেও চুল পড়ে।
৬: চিরুনি দিয়ে জোরে জোরে চুল আঁচড়ালে চুল পড়ে।
পেঁয়াজ এর তেল বানাতে কি কি উপকরণ লাগবে :
নারকেল তেল : ২০০ মিলি
পেঁয়াজ : ২ টি
লোহার কড়াই : ১টি
পেঁয়াজ এর তেল বানানোর প্রস্তুতি:
২০০ মিলি নারকেল তেল নিতে হবে।
২ টি মিডিয়াম আকারের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে।
পেঁয়াজ বেটে নিলেও হবে।
একটি লোহার কড়াই বা যে কোনো বড় কড়াই নিতে হবে।
কড়াই গরম করে নিতে হবে।
গ্যাস আচঁ সিমে রেখে ২০০ মিলি নারকেল তেল দিতে হবে।
তেল গরম হয়ে গেলে এতে কুচিয়ে রাখা পেঁয়াজ / বেটে রাখা পেঁয়াজ দিয়ে চামচ এর সাহায্যে অনবরত নাড়াতে হবে।
প্রায় ১০ মিনিট মতো আচঁ সিমে রেখে নাড়াতে হবে।
পেঁয়াজ বাদামি থেকে লাল মতো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
তেল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিতে হবে।
একটি এয়ার টাইট কন্টেনার কিংবা কাচের জারে তেল রেখে দিতে হবে।
১০ দিন মতো তেল টি সংরক্ষণ করতে পারেন নরম্যাল জায়গায়।
অল্প কিছুদিন এর মত করাই ভালো। শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেবেন।
পোস্টটি হেল্পফুল মনে হলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্লিজ আমার ব্লগ সাইট টিকে আরো জনপ্রিয় করে তুলতে এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
1 মন্তব্যসমূহ
2D3E3426EE
উত্তরমুছুনhacker kiralama
kiralık hacker
tütün dünyası
hacker bul
hacker kirala