আজকাল নারী পুরুষ নির্বিশেষে সকলেরই কম বেশি চুল পড়ছে, পারিপার্শ্বিক দূষণের কারণে ঘন চুল ও আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। চুল হয়ে পড়ছে নিষ্প্রাণ, রুক্ষ, আন ম্যানেজেবেল। এইদিকে পার্লারে যাওয়ার কিংবা চুলের জন্য ওতো টাকা খরচ করাও সম্ভব হয়ে উঠছে না। কিন্তু হাতের কাছে থাকা জবা ফুল দিয়েই হয়ে যেতে পারে ম্যাজিক। জবা ফুল দিয়ে তৈরি হেয়ার প্যাক আপনার চুলের সার্বিক উন্নতি ঘটাবে।
চুলের যত্নে জবা ফুলের ব্যবহার:
হ্যা বন্ধুরা, জবা ফুল চুলকে কালো করতে সাহায্য করে।
রুক্ষ চুলকে সিল্কি, মোলায়েম করে তোলে।
চুলের গ্রোথ দ্বিগুন বাড়িয়ে তুলতে সক্ষম জবা ফুল।
চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে জবা ফুল।
জবা ফুল দিয়ে হেয়ার গ্রোথ প্যাক তৈরি করবেন কি করে নীচে তা নিয়ে আলোচনা করা হলো
জবা ফুলের এই হেয়ার গ্রোথ প্যাকটি বানাতে যা যা উপকরণ প্রয়োজন তা হলো
১: জবা ফুল: ৬/৭ টি
২: জবা ফুলের পাতা : ৫/৬ টি
৩ : নারকেলের দুধ : ৬ টেবিল চামচ
৪ : অলিভ অয়েল : ৩ টেবিল চামচ
কি ভাবে প্যাকটি তৈরি করবেন :
একটি মিক্সচারে জবা ফুল, পাতা, নারকেলের দুধ, অলিভ অয়েল সকল উপাদান একসঙ্গে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটি।
প্যাকটিতে আছে নারকেল এর দুধ। এতে আছে চুলের জন্য উপযোগী এসেনশিয়াল ফ্যাটি এসিড, নিউট্রশন, ও প্রোটিন। যা চুলের পুষ্টির জন্য খুবই উপযোগী। নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পড়া কমায়।
এতে ব্যবহার করা হয়েছে অলিভ অয়েল। অলিভ অয়েল এ আছে প্রচুর পরিমানে ভিটামিন ই। এটি চুলকে ঘন করতে সাহায্য করে। চুলের রিগ্রথ হয়।
প্যাকটি চুলে লাগানোর নিয়ম:
১: যেকোনো হেয়ার প্যাক লাগানোর আগে ভালো ভাবে চুল শ্যাম্পু করে পরিস্কার করে নিতে হবে।
২: শুকনো চুলে এই হেয়ার প্যাকটি গোড়া থেকে চুলের লেন্থ অবধি ভালো ভাবে মেখে ১ থেকে ১:৩০ ঘন্টা অপেক্ষা করতে হবে।
৩: তারপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
সপ্তাহে দুদিন ব্যবহার করলেই। আপনি নিজেই আপনার চুলের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে আর দেরি কেন হাতের কাছে থাকা এই কয়েকটি মাত্রই উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন জবা ফুলের হেয়ার প্যাক । আর চুল কে করে তুলুন সিল্কি, মোলায়েম। আর চুল কে পড়া কে বলুন বাই বাই।
1 মন্তব্যসমূহ
2A5ACEBE8A
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek