আজ কে কোন হেল্পফুল ব্লগ নিয়ে আসতে পারলাম না। তারজন্য দুঃখিত।
তবে কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো লাগবে।
আজ সকাল থেকেই ঘন কুয়াশায় চারিদিক ভরে গিয়েছিল। আমাদের বাড়ি র সামনের জমিটায় আলু গাছ বসানো হয়েছে। সেখানে থেকেই ছবি টা তোলা।
আমাদের বাড়ির ভিতর এ আম গাছ টায় খুব বৌল এসেছে। ছবি দিলাম।
এটাকে মোড়াই/মরাই/ করুই বলে।
আমাদের উঠোনের একপাশে এই করুই/ মোড়াই টা আছে। অনেকেই জানে আবার অনেকেই জানে না। এতে ধান থাকে।
আজ কের ব্রেকফাস্ট ছিল এইগুলো
তারপর বেলা একটু বাড়তে ১১ টা নাগাদ এইগুলো খেয়ে টিফিন সারলাম।
দুপুরের লাঞ্চ এর জন্য এইসব সবজি/ আনাজ গুলো কাটা হয়েছিল।
রান্না হলো ইচরের তরকারি
ফুলকপি ভাজা
পলাং শাক এর ঘন্ট
খাওয়া দাওয়ার পর দুপুরে নারকেল কুড়োতে বসলাম। আজ হবে পুলি পিঠে। এখনো বেশ অনেকটা চাল গুড়ি আছে।
বিকালের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে একটা পুকুর কাটানো হচ্ছে। এর জন্য এখন এখন জল নেই। এদিকটায় এসেছিলাম। তাই ছবি তুলে আপনাদের শেয়ার করলাম। আমাদের গ্রামে অনেক পুকুর , একটা নদী, বাঁশবাগান, মাঠ আছে। সব কিছু আপনাদের দেখাবো পরে পরে।
এই তো আজ এইটুকুই। আবার ফিরবো পরবর্তী ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন। এটা আগামী কালের পোস্ট । আজ শেয়ার করছি। নেটওয়ার্ক প্রবলেম এর জন্য পোস্ট করা যাচ্ছে না। প্লিজ সাথে থাকুন।
1 মন্তব্যসমূহ
A12D4D702C
উত্তরমুছুনTakipçi Satın Al
3D Car Parking Para Kodu
MMORPG Oyunlar
Dragon City Elmas Kodu
Pubg Hassasiyet Kodu (Sekmeyen Hassasiyet Kodu)