কিছু ভালোবাসার কথা

 

something about love

কিছু ভালোবাসার কথা

তোমার ঐ অপলক চাওনিতে আমি দিশেহারা হয়ে যাই। আমি  স্হির দৃষ্টিতে শুধু তোমার পানেই চেয়ে থাকি। তুমি কখনো উদাস, কখনো ভাবুক, কখনো গম্ভীর। তোমার চরিত্রের এই অহরহ পরিবর্তন গুলোকে আমি কোনো কারণ ছাড়াই দু চোখ ভোরে দেখি। পাগলের মতো তোমায় ভালোবাসি। তাই হয়তো তোমার সামান্য তম পরিবর্তন গুলোও আমার কাছে অসীম হয়ে ধরা দেয়। আমার খুব অভিমান হয়, হিংসা হয়। এক কাপ চা এর ও কত স্পর্ধা , কত অধিকার সে অনায়াসেই তোমার ঠোঁট কে ছুঁয়ে যেতে পারে। এইসব ভেবে আবার নিজেকেই কখনো মনে হয় আমি বুঝি পাগল হয়ে গেছি। আসলে ভালোবাসা হলো এমনই একটি মনের আবেগ যা মানুষকে অনায়াসেই অস্থির করে তোলে। ভালোবাসলে তুচ্ছ জিনিস গুলোকেও হটাৎ ই খুব ভালোলাগে। ভালোবাসার মানুষটা পাশে থাকলে গ্রীষ্ম কিংবা বসন্ত সর্বদাই নিজেকে বেশ ক্লান্তিহীন, সতেজ অনুভূত হয়। হাতে হাত রাখা দূরে থাক, কাছের মানুষ টাকে শুধুমাত্র পাশে পেলেই মনে হয় এই এত বড় পৃথিবীর সবটুকু সুখ ই যেন আমায় ঘিরে আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ