কবি শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় লেখক। এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি জন্মগ্রহণ করেন ৫ই ফেব্রুয়ারি ১৯৩২ সালে চাঁদপুরে। তিনি ছিলেন একাধারে লেখক , শিক্ষক ও গবেষক। তিনি যথাক্রমে যাদবপুর, দিল্লি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন। তার প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। তার কাব্যগ্রন্থ গুলির মধ্যে "দিনগুলি রাতগুলি ","বাবরের প্রার্থনা ","মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে " প্রভৃতি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য ।
১৯৮৯ সালে "ধুম লেগেছে হৃদকমলে" কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার পান।
২০১৬ তে পান জ্ঞানপীঠ পুরস্কার।
১৯৭৭ সালে "বাবরের প্রার্থনা " কাব্যগ্রন্থের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায়" রক্ত কল্যাণ" নাটক অনুবাদ করে ও সাহিত্য অকাডেমী পুরস্কার পান।
তিনি আজ অর্থাৎ ২০২১ সালের ২১ এপ্রিল পরলোক গমন করেন। কোভিড সংক্রমনে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বাঙলা সাহিত্য এক বিরাট ক্ষতির সম্মুখীন হলো। রুদ্ধ হয়ে গেল কবি শঙ্খ ঘোষের কলম।
0 মন্তব্যসমূহ