চড়ক সম্পর্কিত অজানা তথ্য
চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনে চড়ক হয়। চড়কের আগের দিন চড়ক গাছ কে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তার নিচে জল ভরা পাত্রে শিবের প্রতীক শিব লিঙ্গ বা সিঁদুর মথিত কাঠ ( শিবেরপাঠা) রাখা হয়। যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পূজার বিশেষ অঙ্গ হলো - কুমিরের নৃত্য, জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হাঁটা, অগ্নি নৃত্য, বাঁ ন ফোরা, ছুরি ও কাটার ওপর দিয়ে লাফানো। গাছে দোলা ও দানো- বানরো বা হাজরা পূজা ।
এই পূজার মূলে আছে ভূতপ্রেত, ও পুনজন্ম বাদের বিশ্বাস। প্রাচীন কৌম সমাজের নরবলির অনুকরণ এই পূজা। দৈহিক কষ্ট ই এই পুজোর মূল অঙ্গ। সন্ন্যাসী কে হুড়কোয় দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তার হাতে, পায়ে, জিভে ও শরীরের নানা স্হানে শলাকা বেঁধান হয়। কখনো জ্বলন্ত কয়লার শলাকা বিধে দেওয়া হয়।
ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম ভঙ্গ করলেও গ্রামে এই রীতি নীতি এখনো মহাসমারোহে পালিত হয়। এই চড়ক পূজার আগের দিন হয় নীল পূজা। বা নীল ষষ্ঠী।
পূজার ভক্তগণ বা সন্ন্যাসী রা চড়ক পূজার কয়েক দিন আগে থেকেই প্রবল সংযম ও নিয়ম পালন করেন। ওই দিন একজন সন্নাসীকে হনুমানের মতো সাজিয়ে তার পিছনে ল্যাজ করেন। মাথায় লাল ফুল থাকে। অভিনীত হয় হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বত আনার দৃশ্য। একে গিরি সন্ন্যাস বলে।
এরপর সন্ন্যাসীরা আমগাছ থেকে একাধিক আম পেরে নিয়ে আসে । সাথে একটি শাখাও । একে বলে বাবর সন্ন্যাস।
চড়কের আগের দিন হয় নীল চন্ডিকার আরাধনা । এইদিন একটি দল গ্রামে ঘুরে বেড়ায়। দলের একজন সাজে শিব। দুজন সখী। তাদের পদ যুগলে স্হান পায় ঘুগুর।তাদের সাথে থাকে ঢোল কাসর সহ বাদক দল। সখী রা গান ও বাদ্য জন্তের তালে তালে নাচে। এদের নীল পাগলের দল বলে।এরা বাড়ি বাড়ি গিয়ে গান বাজনা করে। বিনিময়ে যা দান পায় তা দিয়ে পুজো করে। এদিন হাজরা পূজা হয়। শিব কে খিচুড়ি ও শল মাছ এর ভোগ দেওয়া হয়।এই সময় পূজার আরাধনার সময় দু একজনের ভর হয়। দর্শক রা যা যা প্রশ্ন করে তা বলেন।
এইদিন সন্ন্যাসীরা ফুল, ফল দিয়ে দেবতার পূজা করেন। দেবতা কে তুষ্ট করার জন্য বটি তে ঝাঁপ দেয় কিংবা কাটা ঝোপে। আবার পা দুটো উপরে বেঁধে মুখ নিচু করে ঝোলে।পিঠের দুদিকের চামড়া ভেদ করে বেত ঢোকায় একে বেত্র সন্ন্যাস বলে। আত্মনির্যাতন এর জন্য তিন থেকে চার ইঞ্চি শলাকা জিভে বিধিয়ে রাখে সারাদিন। সন্ধেয় বেলা পুকুরে গিয়ে খোলে একে বান সন্ন্যাস বলে।
তথ্যসূত্রঃ ফেসবুক
ছবি : সংগৃহিত
0 মন্তব্যসমূহ