কোভিডে আক্রান্ত আপনি? হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসকের পরামর্শে রয়েছেন? তাহলে শরীরের অক্সিজেন লেভেল বাড়িয়ে রাখার জন্য যথাযথ শরীরচর্চা করুন। কারণ মনে রাখবেন, এই সময় শরীরে অক্সিজেনের স্তর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাতেই ঘটে বিপত্তি। অক্সিজেন নিয়ে সারা দেশে হাহাকার পড়েছে। তাই বাড়িতে থাকাকালীন অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য চেষ্টা করুন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে, কীভাবে শরীরের অক্সিজেন ৯০ -র ওপরে বাড়িয়ে রাখা যায়। (Recently a video went viral, showing how to keep the body's oxygen level above 90)
কোন ব্যায়ামটি করবেন?
পেটের উপর চাপ দিয়ে শুয়ে জোড়ে জোড়ে নিঃশ্বাস নিন। এর জন্য, বুকের সামনে একটি বালিস। পায়ের নিচে একটি বালিস রাখুন। এবার জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন।
পদ্ধতি দেখে নিন ভিডিওতে (Learn about Oxygen Therapy In video)
For those who are having oxygen saturation level around 90
— Ankit Chaudhary (@entrepreneur987) April 19, 2021
Pronal or Ventilator breathing. See the amazing results. Hats off to the person who made this video pic.twitter.com/mNcnkFepLm
ভিডিওটিতে দেখানো হয়েছে, এই পদ্ধতিতে শরীরচর্চা করার পর অক্সিজেনের স্তর বাড়ছে। প্রসঙ্গত, এই পদ্ধতি খুবই পুরোনো। বিশেষজ্ঞদের মতে, বুকে এবং পেটে চাপ পড়ায় এবং পিঠ সমতলে থাকায় ফুসফুসের সমস্ত অঞ্চলকে বায়ু পেতে সহায়তা করে। শ্বাসযন্ত্রের চিকিৎসার ক্ষেত্রে এই কৌশলটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ২০০২ সালে ইউরোপের Respiratory Journal প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে এটি "অক্সিজেন স্তরের উন্নতির জন্য একটি সহজ এবং নিরাপদ পদ্ধতি" হিসাবে বিবেচিত হয়।
তথ্য: সংগৃহীত
0 মন্তব্যসমূহ