কিছু উক্তি , যদি ভালোবাসার মাঝে প্রবেশ করে তৃতীয় অবৈধ ব্যক্তি
ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব তখনই ঘটে, যখন সেই ভালোবাসায় কোন পবিত্রতা থাকেনা।
ভালোবাসায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে , বলা যেতে পারে তিনটি প্রানেরই তখন ভবিষ্যত প্রায় অনিশ্চিত।
দুটি প্রান যদি দুজন দুজনকে গভীরভাবে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত, ভালোবাসে তাহলে সেই ভালবাসায় তৃতীয় ব্যক্তির কোনোদিন ছায়াও পরবেনা।
দুটি মনের ভালোবাসায় রাগ, অভিমান ঝগড়া হতেই পারে। কিন্তু তা মেটানোর জন্য তৃতীয় ব্যক্তির সুযোগ না নেওয়াই ভালো। সুখ-দুঃখ মিলেমিশেই তো গঠিত হয় ভালবাসার। তাই রাগ অভিমান হলে তা নিজেদেরই মিটিয়ে নেওয়া দরকার।
একটি মিষ্টি মধুর সম্পর্ককে তিক্ততায় পরিপূর্ণ করে দিতে পারে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ।
দুটি ব্যক্তির ভালোবাসার মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকলে সেই ভালবাসায় ফাটল অবসাম্ভী। আর সেই দুর্বলতার সুযোগেই সম্পর্কে আসতে পারে সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি।
বাস্তবে কোনো প্রেমকাহিনীতে সুযোগসন্ধানী তৃতীয় ব্যক্তির কাজই হলো সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর। যদিও এটি নির্ভর করে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির ওপর।
সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টিকারী মাধ্যম হলো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ।
তোমাদের সম্পর্কের মেয়াদ...
সেদিনই যাবে ফুরিয়ে।
তৃতীয় ব্যক্তির বিষের নিঃশ্বাসে,
যেদিন দুটি মনের টান যাবে ছিড়ে।
সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব আপনাআপনি ঘটেনা। প্রথম বা দ্বিতীয় ব্যক্তির আশকারাতেই ঘটে তার অনুপ্রবেশ।
একটি মিষ্টি মধুর সম্পর্ককে বিষাদগ্রস্ত করে তুলতে সম্পর্কে তৃতীয় ব্যক্তির ভূমিকা থাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
ভালোবাসার ভীত মজবুত থাকলে তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কে ভাঙতে ব্যর্থ হয়।
জ্বলবে সংসার, পুড়বে মন।
যদি সম্পর্কের মাঝে...
তৃতীয় ব্যক্তিকে করো,
সাদরে আমন্ত্রণ।
ছবি : সংগৃহীত
0 মন্তব্যসমূহ