ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে মধুর ব্যবহার
প্রাচীনকাল থেকেই চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে রূপচর্চা সমস্ত ক্ষেত্রেই মধুর ব্যবহার হয়ে আসছে ব্যাপকভাবে। নিয়মিত মধু খাওয়ার পাশাপাশি ত্বকের ক্ষেত্রে এর কার্যকারিতা অপরিসীম । তাই দেখে নেওয়া যাক ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা ও উজ্জ্বল রাখতে মধুর কিছু ব্যবহার।
(১) প্রাকৃতিক ক্লিনজার হিসেবে মধুর ব্যবহার :
একটি পাত্রে ২ চামচ কাঁচা দুধ এবং এক চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার এই মিশ্রণটি একটি তুলোর সাহায্যে মুখের মধ্যে হালকা ভাবে ঘষলেই মুখের গভীরে থাকা ময়লা, অবাঞ্চিত তেল দূর হয়ে যাবে। ত্বক হয়ে উঠবে ভিতর থেকে পরিষ্কার।
(২) সান ট্যান ও রোদে পোড়া দাগ ছোপ থেকে মুক্তি পেতে মধুর ব্যবহার :
১ চামচ মধুর সাথে ১ চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে পরিষ্কার মুখে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করা যাবে। এই প্যাকটি ব্যবহারের রোদে পোড়া দাগ আস্তে আস্তে উঠে যাবে।
এক চামচ মধুর সাথে এক চুটকি কস্তুরী হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করা নিয়ে যেতে পারে এবং এই প্যাকটি মুখে ১০ মিনিট রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ব্যবহারের ফলেও সান ট্যান থেকে মুক্তি পাওয়া যাবে।
(৩)শুষ্ক ত্বককে কোমল রাখতে মধুর ব্যবহার : যাদের ত্বক খুব শুষ্ক তারা পরিষ্কার মুখে প্রতিদিন এক চামচ বিশুদ্ধ মধু মেখে ১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলবেন । তাতে শুষ্ক ত্বক থাকবে নরম ও কোমল এবং ত্বকের টানটান ভাব ফিরে আসবে।
(৪)ঠোঁটের যত্নে মধুর ব্যবহার :শুষ্ক ঠোঁট, ঠোঁট ফাটার সমস্যা, তাছাড়া কালচে ঠোঁটের সমস্যা অনেকেরই আছে। সেক্ষেত্রে হাফ চামচ মধু ঠোঁটে লাগিয়ে সারারাত রেখে দিতে হবে। এবং সকালবেলা ধুয়ে ফেলতে হবে। তাতে ঠোঁট হবে নরম এবং গোলাপি।
(৫) প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে মধুর ব্যবহার :
ত্বকে সপ্তাহে অন্তত দুদিন স্ক্রাব করা অতি প্রয়োজন। তাই ১ -চামচ চালের গুঁড়োর সাথে ২ চামচ মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়া স্ক্রাব। এই মিশ্রণটি হালকা হাতে গোল গোল করে ম্যাসেজ করতে হবে অন্তত ৩ মিনিট । তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে ত্বকে থাকা মরা কোষ সহজেই দূর হবে। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
(৬) ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক তৈরিতে মধুর ব্যবহার : এই প্যাকটি তৈরি করতে লাগবে ২ চামচ বেসন , ১ চামচ মধু ও হাফ চামচ লেবুর রস, ও ১ চামচ কাঁচা দুধ।উপাদান গুলো ভালো ভাবে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এটি পরিষ্কার মুখে লাগিয়ে ২০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে । এই ফেসপ্যাকটি সপ্তাহে দুবার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে, এবং ত্বক হয়ে উঠবে কাঁচের মতো ফর্সা।
(৭)হোমমেড মেসেজ ক্রিম তৈরি করত মধু ব্যবহার করা যেতে পারে : মেসেজ ক্রিম তৈরি করতে লাগবে ১ চামচ টক দই,১ চামচ মধু ও এক চামচ অ্যালোভেরা জেল। একটি পরিষ্কার পাত্রে মিশ্রণটি মিশিয়ে একটি মেসেজ প্যাক তৈরি করে হবে। এবং ক্লিন মুখে এটি অন্তত ১০ মিনিট ক্লক ওয়াইজ, এন্টিকলক ওয়াইজ মেসেজ করতে হবে। এই হোম মেড মেসেজ ক্রিম টির ব্যবহারের ফলে ত্বকের বলিরেখা পড়বেনা, ত্বক হবে বাচ্চাদের মত কোমল ও ঝকঝকে,এবং প্রাকৃতিকভাবে ফর্সা।
(৮) সারা শরীর নরম ও উজ্জ্বল রাখতে মধুর ব্যবহার: সারা শরীর সারাবছর কোমল ও উজ্জ্বল রাখতে স্নানের অন্তত ২০ মিনিট আগে ২ চামচ বিশুদ্ধ নারকেল তেল এর সাথে ১ চামচ মধু মিশানো মিশ্রণটি দিয়ে ভালো ভাবে সারা শরীরে মেখে ২০ মিনিট পর স্নান করে ফেলুন। এতে ত্বক থাকবে চীর লাবণ্য ময়।
ছবি : নিজস্ব
0 মন্তব্যসমূহ