দোষে গুনে নুন

গৃহস্থের হেঁসেলে তোমার,
আছে একচ্ছত্র রাজত্ব।
তুমি শ্বেত,তুমি শুভ্র
তোমা বিনা স্বাদও অপূর্ণ।
অতিথি আপ্যায়নে,
শরবত জলে,তুমি অনন্য।
হওয়া বদল,ঘুষঘুষে কাশিতে,
গরম জলে তুমি অব্যর্থ।
সমুদ্রের জল স্ফুটন্ত বাষ্পীভূত,
হয়ে তোমার জন্ম।
তোমার গুনেই সর্ব মগ্ন।
শুভ্রতা যদি হয় শান্তির প্রতীক
তবু কেন দাও এত কষ্ট?
কাটা ঘায়ে যদি পরে,
তোমার এক ছটাক ও অধিকার,
জ্বলন কেন হয় এত উগ্র?
তোমার স্পর্শে যদি এতই স্বাদ,
বাড়তি পড়লেই কেন শুনতে
হয় গঞ্জনা,অপবাদ?
তবু তুমি ছাড়া চলে না যে,
হেঁশেলের কোনো কর্মকান্ড।
উচ্চরক্তচাপ,রক্তে জলের প্রভাব,
তোমার অপব্যবহারেই ঘটে তো।
তোমার গাত্রে নাই থাক সুরভী,
নাই থাক বাহারি রং এর স্পর্শ
লক্ষ কোটি সহস্র রাঁধুনির
রন্ধন কার্যে তুমিই প্রধান অস্ত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ