খোকা সাবধানে থাকিস-
আর কি বলবো বল?তাড়াতাড়ি ঘরে ফিরিস।
এবারে জঙ্গী হামলার ভয়বাহতা প্রবল না রে?
সোশ্যাল মিডিয়ায়,টেলিভিশনে দেখছি ঠাই
তাই খুব সাবধান।
মন কেমন করে তাই না খোকা?
ফোনে আমার কথা গুলো
রেকর্ডিং করতে তো পারিস।
সময় পেলে শুনবি, কেমন?
মনে হবে মা তোর পাশেই আছে।
কিগো কেমন আছো?খেয়েছো?
শরীর ঠিক আছে তো?
শুনছি ওখানে অশান্তি টা আবার বেড়েছে।
আমার খুব ভয় করে জানো তো?
এই !!কবে আসবে?
খুব দেখতে ইচ্ছে করে তোমাকে।
আমায় মিস করলে,আমার
কথা গুলো শুনো কিন্তু অবসরে
নিও রেকর্ডিং করে।
বাবা, কি করছো তুমি?
এবারে পুজোয় আসবে তো?
জানো বাবা! পাড়ায় নতুন জামার দোকান,
সাজের পসরা বসেছে।
তুমি এসে কিনে দেবে তো?
ধুস! কিচ্ছু মনে থাকে না তোমার।
রেকর্ডিং করে রেখো।
নয়তো ভুলে যাবে।
আর-হ্যা। ফোনটা সবসময়
বুক পকেটে রেখো
ভুলে যেও না কিন্তু।
এরপর-
অন্ধকার ঘনিয়ে এলো,
চারদিকে এলার্ট জারি
জঙ্গিদের হটাৎ, হামলা-
গুলি, বোমা
তারপর, একটা জোরালো বিস্ফোরণ-
ছিন্ন ভিন্ন হয়ে গেল স্বপ্নরা।
রুদ্ধ হয়ে গেল
সাবধানে চলা জীবনপথ।
কিছু সুরেলা স্বপ্নগুলো
আধারে মুখ লুকালো।
অনেক আবদার থেকে গেল
অপূর্ণ,অধরা-
পুজো পুজো ভাবটা উবে গেল
শান বাঁধানো পুকুর,ফুলে
ভরা বাগান,আর 'স্বপ্ননীড়'
বাড়ির জীবন গুলো থেকে।
ফিরে এলো জাতীয় পতাকায়
পুষ্পসজ্জিত সৈনিকের দেহ।
শুধু থেকে গেল
সৈনিকের পকেটে থাকা
রেকর্ডিং করা
চলমান দূরাভাষ টা।
আর কি বলবো বল?তাড়াতাড়ি ঘরে ফিরিস।
এবারে জঙ্গী হামলার ভয়বাহতা প্রবল না রে?
সোশ্যাল মিডিয়ায়,টেলিভিশনে দেখছি ঠাই
তাই খুব সাবধান।
মন কেমন করে তাই না খোকা?
ফোনে আমার কথা গুলো
রেকর্ডিং করতে তো পারিস।
সময় পেলে শুনবি, কেমন?
মনে হবে মা তোর পাশেই আছে।
কিগো কেমন আছো?খেয়েছো?
শরীর ঠিক আছে তো?
শুনছি ওখানে অশান্তি টা আবার বেড়েছে।
আমার খুব ভয় করে জানো তো?
এই !!কবে আসবে?
খুব দেখতে ইচ্ছে করে তোমাকে।
আমায় মিস করলে,আমার
কথা গুলো শুনো কিন্তু অবসরে
নিও রেকর্ডিং করে।
বাবা, কি করছো তুমি?
এবারে পুজোয় আসবে তো?
জানো বাবা! পাড়ায় নতুন জামার দোকান,
সাজের পসরা বসেছে।
তুমি এসে কিনে দেবে তো?
ধুস! কিচ্ছু মনে থাকে না তোমার।
রেকর্ডিং করে রেখো।
নয়তো ভুলে যাবে।
আর-হ্যা। ফোনটা সবসময়
বুক পকেটে রেখো
ভুলে যেও না কিন্তু।
এরপর-
অন্ধকার ঘনিয়ে এলো,
চারদিকে এলার্ট জারি
জঙ্গিদের হটাৎ, হামলা-
গুলি, বোমা
তারপর, একটা জোরালো বিস্ফোরণ-
ছিন্ন ভিন্ন হয়ে গেল স্বপ্নরা।
রুদ্ধ হয়ে গেল
সাবধানে চলা জীবনপথ।
কিছু সুরেলা স্বপ্নগুলো
আধারে মুখ লুকালো।
অনেক আবদার থেকে গেল
অপূর্ণ,অধরা-
পুজো পুজো ভাবটা উবে গেল
শান বাঁধানো পুকুর,ফুলে
ভরা বাগান,আর 'স্বপ্ননীড়'
বাড়ির জীবন গুলো থেকে।
ফিরে এলো জাতীয় পতাকায়
পুষ্পসজ্জিত সৈনিকের দেহ।
শুধু থেকে গেল
সৈনিকের পকেটে থাকা
রেকর্ডিং করা
চলমান দূরাভাষ টা।
ছবি : সংগৃহীত
0 মন্তব্যসমূহ