লোডশেডিং এ অবুঝ প্রেম
তখন সন্ধ্যে রাতে লোডশেডিংয়ে,
তোর হাতের উষ্ণতার স্পর্শে,
চারশো চল্লিশ ভোল্টের শক খেতাম।
অন্ধকারে মেঘলা রাতে, বজ্র আলোয়,
এক পলকে তোর চোখে চোখ রেখে,
আর পাগলা আকাশের আর্তনাদে,
নিজেকে সঁপে দিতাম তোর অঙ্গে।
তোর উত্তপ্ত অহরহ নিঃশ্বাসে,আর
আধ খোলা শার্টের ফাঁকে বিস্তৃত বুকে,
নিজেকে মিলিয়ে ধরতাম অজান্তেই।
বেশ লাগতো, চুলের গোছাটা হালকা
মুঠো করে যখন সামনে ঘুরিয়ে আমার
ঘাড়ে মুখ রেখে আলতো করে ,
বলতিস- ' কি রে ভালোবাসিস '?
অপ্রত্যাশিত ভাবেই ঝটকা দিয়ে
সরিয়ে দিতাম, তৎক্ষণাৎ ঝলসে উঠতো
সরিয়ে দিতাম, তৎক্ষণাৎ ঝলসে উঠতো
আবার রাতের কৃত্রিম আলো।
তখন ও এক কোমড় তৃষ্ণার্ত প্রেম,
দুটি প্রাণে ধেয়ে যেত,স্রোতের মতো।
এক্কা-দোক্কা খেলা থেকে পাড়া প্রেম
সবই হয়ে গিয়েছিল প্রায় সারা।
কখন যে দোতারা টায় লাগলো টান,
ছিঁড়লো যে তার আঁচ পেলাম না।
কম্পিটিশন, এম্বিশন, সেক্রিফাইস
এগুলোর পাগলামি চেপে ধরলো দুটোকে।
তেলে জলে মিলমিশ টা যে হয় না,
এই ডায়লগেই ফোন হতো কাটা।
সেই প্রেম এখন অন্তিমসজ্জায়।
সত্যিই তো লোডশেডিং দীর্ঘস্থায়ী নয়,
নতুন আলো এখন জানান দেয়-
সেটা ছিল প্রেম নয়, মোহময়।

1 মন্তব্যসমূহ
3107E688BD
উত্তরমুছুনTakipçi Satın Al
M3u Listesi
Para Kazandıran Oyunlar
Zula Hediye Kodu
Kaspersky Etkinleştirme Kodu