গ্রাম্য জীবনে আমফান এর প্রভাব

cyclone amphan updates bengal 120 kmph in kolkata আমফান
গ্রাম্য  জীবনে  আমফান এর প্রভাব

জীবিকা খোয়া গেছে করোনা আবহে,
' প্রাণে যাবো বেঁচে ' ছিল এমন টা আশা মনে।
সিঁধিয়ে ছিলাম পরান টালির ছত্র ছায়ায়।
আমফান এর ঝরে তাও গেলো উড়ে।
বিষাক্ত বাতাসে, তীব্র ঝড়এর দাপটে,
ছাদ হীন জীবন রইবে কেমনে?
ছিলো তবু কিছু মনে দৃঢ়তা,
লালনে, যতনে, আশায়, স্বপণে
বেড়েছিল ক্ষেতে তিলের গাছা। 
ভোরের লালাভ রবির আলোয়,
শুভ্র তিলের পুষ্পের আভায়,
জুড়িয়েছিলো চোখ, ভরেছিলো মন,
বুক বেঁধেছিলো নতুন আশায়।
আমফানে তা মিশিয়ে দিলো,
ঝড়িয়ে দিলো সকল পুস্প বোঁটা। 
এখন কর্ম হীনতায়, ছাদহীন, শস্য শুন্য--
হতাশ কলিজা বাঁচবে কিভাবে ?
কিসের নেশায়?
আতঙ্কে ভরা গোটা দরিয়ায়,
আমফানের উগ্র তান্ডব লীলায়,
ইতি টেনেছে সকল সুখের দিশা।
আরো কি কিছু আছে বাকি?
জানতে চায় এখন এই দুনিয়া।

ছবি : সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ