মাগো,
তোমার শক্তি, আলোয় আলোয়।
জ্বালিয়ে বাতি,জ্বালিয়ে শিখা,
লক্ষ কোটি একতায় মিলায়,
করবো লড়াই, করবে কোটি
ভারতমাতার উজ্জলতায়,
ফিরবে প্রাণ শাখালতায়
থাকবে তুমি নিজস্বতায়।
অমর তোমায় করবো মাগো,
হাজার হাজার আলোর দিশায়,
দেশের ভালোয় বিশ্বের ভালোয়,
মিলন হোক আলোয় আলোয়।।
লেখা :- তনুশ্রী দাস
1 মন্তব্যসমূহ
3811C19490
উত্তরমুছুনCam Show
Ücretli Show
Görüntülü Şov Whatsapp Numarası