আজ একটা কথা বার বার মনে হচ্ছিল আচ্ছা, সংসারে সবাই এর জন্য তো সময় দিচ্ছি। নিজের জন্য কবে দিয়েছি!!
নিজের সঙ্গে এক কাপ চা কিংবা কফি, একটু নীরবতা, সবুজ ব্যালকনি, এক খান বই অথবা একাকী ছাদে বসে অসীম আকাশ কে দেখা এটাও তো এক প্রকার ভালোবাসা তাই না??
নিজের জন্য সময় দেওয়া মানেই সেলফিশ নয়, অহংকারী নয়। বরং নিজেকে ভালো রাখা। আর নিজেকে ভালো রাখতে পারলেই তো অন্যের কেয়ার মন থেকে আমরা নিতে পারবো তাই না?
একটু নিজেকেও বোঝার দরকার আছে। যেমন অন্যের প্রয়োজনে আমরা পাশে থাকি , অন্যকে দায় বিপদে উপদেশ দিই। এবার নিজেকেও নিজে ভালো ভালো উপদেশ দিতে হবে। আমরা রূপ চর্চা,করতে পারি। একটু একাই কোথাও ঘুরে আসতে পারি। এ গুলোই তো নিজের প্রতি নিজের ভালোবাসা তাই না?
জীবন টা এইভাবে দেখলে আমাদের জীবনটাও একদিন বদলে যাবে।
আজ একটা ছোট্ট অনুরোধ করবো বন্ধু দের কি রাখবেন তো?
নিজেকে আয়নার সামনে দেখে নিজেকেই প্রশ্ন করুন তো " কি রে কেমন আছিস?"
1 মন্তব্যসমূহ
699413A64A
উত্তরমুছুনhacker kirala
hacker kirala
tütün dünyası
hacker bulma
hacker kirala