মশা, মাছির উপদ্রব কম বেশি আমাদের সকলের বাড়িতেই আছে। এই মশা , মাছি অনেক রোগ জীবাণু বহন করে। ঘর থেকে মশা, মাছি তাড়াবার কয়েকটি ঘরোয়া উপায় নিয়ে আজকের এই প্রতিবেদন। দেখে নিন কি কি টোটকা ব্যবহার করলে মশা , মাছির উপদ্রব থেকে রেহাই মিলবে।
চা পাতার ব্যবহার :
১: আপনারা ব্যবহৃত চা পাতা অনেকেই ফেলে দেন । তা ফেলে না দিয়ে সেটা শুকিয়ে তাকে ধুনোর কাজে লাগান। তার ধোঁয়ায় মশা দূর হয় ।
২: কপূরের ব্যবহার :
আধ কাপ জলে আধ চামচ কপূর মিশিয়ে রাতে শোয়ার আগে খাটের তলায় রেখে দিন মশার উৎপাত থেকে বাঁচবেন।
নিমপাতার ব্যবহার :
৩:
নিমপাতা পোড়া ধোঁয়া তেও মশা পালায়।
৪: পুদিনা পাতা ঘরে ঝুলিএ রাখলেও ঘরে মশা মাছির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে।
৫: বিছানার তলায় যদি একটি কাঁচা নিম পাতার ডাল রেখে দেন তবে কোন পোকাই হবে না।
৬: নিমপাতা সিদ্ধ করে ওই সিদ্ধ জলে ঘর মুছলে মাছি ও অন্যান্য পোকার উপদ্রব হবে না।
৭: নুন জলে ঘর মুছলে ঘরে মশা, মাছি হয় না।
৮: মশলা, সুজি, পোস্ত ,আটা, ময়দায় একপ্রকার পোকা হতে দেখা যায়। এই পোকা থেকে এসব জিনিসকে রক্ষা করতে হলে নিমপাতা গুঁড়ো করে এসবের উপর তা ছড়িয়ে দিন।
প্রতিবেদন টি ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সকলে।
%20(5)~2.jpeg)
1 মন্তব্যসমূহ
164E1ADDFD
উত্তরমুছুনTakipçi Satın Al
M3u Listesi
Erasmus
Lords Mobile Promosyon Kodu
Brawl Stars Elmas Kodu